প্রশ্নোত্তর সূরাতুল ইখলাস নির্দিষ্ট করে ১০বার পাঠ করার কথা বলা হয়। আমার প্রশ্ন- এভাবে ১০বার পাঠ করার হাদীস কোনো বিশেষ ফযীলত আছে কি?

Golam Rabby

Knowledge Sharer

ilm Seeker
HistoryLover
Q&A Master
Salafi User
Joined
Jan 3, 2023
Threads
1,105
Comments
1,296
Solutions
1
Reactions
12,206
জবাব : কুরআনুল কারীম-এর যে কোনো সূরা বা যথাসাধ্য কিছু অংশ পাঠ করার মাঝে কল্যাণ রয়েছে। তবে সূরাতুল ইখলা-স নির্দিষ্ঠ করে ১০বার পাঠ করার মাঝে বিশেষ কোনো ফযীলত আছে মর্মে বিশুদ্ধ হাদীস পাওয়া যায় না । তবে ১০বার পাঠের ফযীলত সংক্রান্ত কয়েকটি হাদীস পাওয়া যায়, যার সবক'টি য‘ঈফ। কেননা, তার বর্ণনাসূত্রে ইবনু সা'দ ও ইবনু লুহাই'আহ রয়েছেন, যারা দূর্বল বর্ণনাকারী হিসেবে মুহাদ্দীসদের নিকট চিন্নিত । যার একটি নমুনা নিম্নরূপ :

অর্থ : যে ব্যক্তি ১০বার ‘কুল হুয়াল্লা-হু আহাদ' পড়বে, আল্লাহ তা'আলা তার জন্য জান্নাতে ঘর বানাবেন [আল-মু' জামুল কাবীর- ২০/১৮৩ (যঈফ) ও দারেমী- ২/৫৫১ (সনদ যঈফ)]
 
Back
Top