Knowledge Sharer
ilm Seeker
Q&A Master
Salafi User
- Joined
- Jul 24, 2023
- Threads
- 520
- Comments
- 533
- Reactions
- 5,580
- Thread Author
- #1
রজব মাসে ওমরাহ করার বিশেষ কোন ফযীলত কিংবা উৎসাহ প্রদান করা সম্পর্কে কোন দলীল পাওয়া যায় না। বরং রামাযান মাসে ও হজ্জের মাসসমূহে (শাওয়াল, যিলক্বদ ও যিলহজ্জ) ওমরাহ করার বিশেষ ফযীলত সাব্যস্ত আছে। এছাড়া আয়েশা (রাযিয়াল্লাহু আনহা) অস্বীকার করে বলেন,
অতএব রজব মাসে ওমরাহ পালনকে কেউ ফযীলত মনে করলে বিদ‘আত হবে। আর শারঈ দলীল ছাড়া বিশেষ কোন সময়কে বিশেষ কোন ইবাদতের জন্য নির্দিষ্ট করা কোন মুমিনের জন্য উচিত নয়।
ما اعتمر رسول الله صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ في رجب قط
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) রজব মাসে কখনও ওমরাহ করেননি (সহীহ বুখারী, হা/১৭৭৬; সহীহ মুসলিম, হা/১২৫৫)।
অতএব রজব মাসে ওমরাহ পালনকে কেউ ফযীলত মনে করলে বিদ‘আত হবে। আর শারঈ দলীল ছাড়া বিশেষ কোন সময়কে বিশেষ কোন ইবাদতের জন্য নির্দিষ্ট করা কোন মুমিনের জন্য উচিত নয়।
সূত্র: আল-ইখলাছ।
Last edited: