- Joined
- Jul 24, 2023
- Threads
- 520
- Comments
- 533
- Reactions
- 5,567
- Thread Author
- #1
কাতারের ডান বা বাম পাশে বসা বা সালাত আদায় করার মধ্যে বিশেষ কোন ফযীলত নেই। প্রথম কাতারে দাঁড়ানোর ফযীলত রয়েছে (সহীহ বুখারী, হা/৭২১; সহীহ মুসলিম, হা/৪৩০; আবূ দাঊদ, হা/৬৬৪)।
কাতারের ডান দিকে দাঁড়ানোর ফযীলত সম্পর্কে যে হাদীস বর্ণিত হয়েছে, তা যঈফ (আবূ দাঊদ, হা/৬৭৬)।
বরং ডান কিংবা বাম দিক থেকে কাতার পূরণ না করে ইমামের পিছন থেকেই কাতার করতে হবে।
আনাস ইবনু মালেক (রাযিয়াল্লাহু আনহু) বলেন, একদা নবী করীম (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) উম্মু সুলাইমের বাড়ীতে সালাত আদায় করলেন। আমি এবং একজন ইয়াতীম তাঁর পিছনে দাঁড়ালাম। আর উম্মু সুলাইম আমাদের পিছনে দাঁড়ালেন (সহীহ বুখারী, হা/৮৭৪)।
কাতারের ডান দিকে দাঁড়ানোর ফযীলত সম্পর্কে যে হাদীস বর্ণিত হয়েছে, তা যঈফ (আবূ দাঊদ, হা/৬৭৬)।
বরং ডান কিংবা বাম দিক থেকে কাতার পূরণ না করে ইমামের পিছন থেকেই কাতার করতে হবে।
আনাস ইবনু মালেক (রাযিয়াল্লাহু আনহু) বলেন, একদা নবী করীম (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) উম্মু সুলাইমের বাড়ীতে সালাত আদায় করলেন। আমি এবং একজন ইয়াতীম তাঁর পিছনে দাঁড়ালাম। আর উম্মু সুলাইম আমাদের পিছনে দাঁড়ালেন (সহীহ বুখারী, হা/৮৭৪)।
সূত্র: আল-ইখলাছ।
Last edited: