এ ব্যাপারে মুসলিম উম্মাহর মধ্যে কোনরূপ মতভেদ নেই যে, 'আরবি ভাষা একটি মহিমান্বিত ভাষা'। কারণ এ ভাষাতেই মহান আল্লাহ স্বয়ং কথা বলেছেন; আর তিনি তাঁর ওহী মানবজাতির প্রতি অবতীর্ণ করেছেন। আল্লাহ ৬ কুরআনুল কারিমে বলেন, "নিশ্চয় আমরা কুরআনকে আরবি ভাষায় নাযিল করেছি, যাতে তোমরা তা বুঝতে পারো।" [সূরা ইউসুফ...