- Author
- শায়খ আহমাদ বিন আব্দুল্লাহ আল বাতিলি
- Translator
- খান আফিফ ফারহান
- Publisher
- উন্মুক্ত আরবি ভাষা শিক্ষামঞ্চ
- Language
- বাংলা
- Number Pages
- 49
এ ব্যাপারে মুসলিম উম্মাহর মধ্যে কোনরূপ মতভেদ নেই যে, 'আরবি ভাষা একটি মহিমান্বিত ভাষা'। কারণ এ ভাষাতেই মহান আল্লাহ স্বয়ং কথা বলেছেন; আর তিনি তাঁর ওহী মানবজাতির প্রতি অবতীর্ণ করেছেন। আল্লাহ ৬ কুরআনুল কারিমে বলেন, "নিশ্চয় আমরা কুরআনকে আরবি ভাষায় নাযিল করেছি, যাতে তোমরা তা বুঝতে পারো।" [সূরা ইউসুফ: ০২]
এছাড়াও মানবজগতের শ্রেষ্ঠ মানুষ ও পয়গম্বর মুহাম্মাদ এ এ-ভাষাতেই তাঁর মহান দাওয়াতি কাজ করেছেন। এ ভাষার মাধ্যমেই তিনি বিশ্বজগতের অন্ধকারকে দূরীভূত করে মানুষকে আলোর পথে আহবান জানিয়েছেন। কোন ব্যক্তি যিনি ইসলামকে তার শেকড় থেকে জানতে চায়, তবে তার জন্য আরবি ভাষা শিক্ষা ব্যতিত ভিন্ন কোন বিকল্প নেই।
এছাড়াও মানবজগতের শ্রেষ্ঠ মানুষ ও পয়গম্বর মুহাম্মাদ এ এ-ভাষাতেই তাঁর মহান দাওয়াতি কাজ করেছেন। এ ভাষার মাধ্যমেই তিনি বিশ্বজগতের অন্ধকারকে দূরীভূত করে মানুষকে আলোর পথে আহবান জানিয়েছেন। কোন ব্যক্তি যিনি ইসলামকে তার শেকড় থেকে জানতে চায়, তবে তার জন্য আরবি ভাষা শিক্ষা ব্যতিত ভিন্ন কোন বিকল্প নেই।