আবূ ত্বাবীল শাত্মাব আল-মামদূদ (রা:) থেকে বর্ণিত, তিনি রাসুলুল্লাহ (সা:)- এর নিকট এসে বললেন, 'আপনার অভিমত কী ওই ব্যক্তির ব্যাপারে, যে ব্যক্তি সব ধরনের গুনাহের কাজ করেছে, সে একটি পাপও বাদ রাখেনি এবং সে এরই ধারাবাহিকতায় ছোট-বড় সব মনোবাসনা পূর্ণ করেছে, তার তওবা করার কোনো সুযোগ আছে কি? তিনি বললেন...