তাওবাহ করা সফলতা

Joined
Jan 3, 2023
Threads
891
Comments
1,062
Reactions
9,567
ইউনুস ইবনু উবাইদ (রহ:) বলেন, বকর ইবনু আবদিল্লাহ মুযানি (রহ:) কে বলতে শুনেছি, তোমরা বেশি বেশি গুনাহ করে থাকো, তাই তোমাদের কর্তব্য হলো বেশি বেশি ইসতিগফার করা। কারণ কিয়ামতের দিন বান্দা যখন তার আমলনামার দুই লাইন পর পর ইসতিগফার দেখতে পাবে, সেটা তাকে খুবই আনন্দিত করবে। [হিলইয়াতুল আউলিয়া, ২: ২৩০; কিতাবুত তাওবাহ, হা. ১৭৯]

ইবনুল কাইয়িম (রহ:) বলেন, 'আল্লাহ যখন কোনো বান্দার জন্য কল্যাণ চান, তখন তাকে স্বীয় পাপ স্বীকারের যোগ্যতা এবং অন্যের পাপ অন্বেষণ করা থেকে বিরত থাকার তাওফীক দান করেন। আর সে স্বীয় সম্পদ নিয়েই প্রাচুর্য বোধ করে ও অন্যের সম্পদ থেকে বিমুখ থাকে এবং অন্যের দুঃখকষ্টের ভার বহন করে। আর যখন কারও অকল্যাণ চান, তখন বিপরীতটাই ঘটে।' [আল-ফাওয়ায়িদ, পৃ: ৯৯]

--- সালাফগণের দুনিয়াবিমুখতা, বিলিভার্স ভিশন পাবলিকেশন্স
 
Back
Top