১. যে ভালো কাজ করবে সে তার ভালো ফল পাবে, আর যে খারাপ করবে সে তার শাস্তি পাবে।
আল্লাহ বলেন, "আর আসমানসমূহে যা রয়েছে এবং যমীনে যা রয়েছে, তা আল্লাহরই। যাতে তিনি কাজের প্রতিফল দিতে পারেন যারা মন্দ কাজ করে এবং তাদেরকে তিনি উত্তম পুরস্কার দিতে পারেন যারা সৎকর্ম করে" (সূরা আন নাজম, আয়াত- ৩১)
অর্থাৎ...