আকিদা সবার জন্য সেটাই সহজ হবে, যে জন্য তাকে সৃষ্টি করা হয়েছে- এর ব্যাখ্যা কী?

Golam Rabby

Knowledge Sharer

ilm Seeker
HistoryLover
Q&A Master
Salafi User
Joined
Jan 3, 2023
Threads
1,103
Comments
1,294
Solutions
1
Reactions
12,185
“আর সবার জন্য সেটাই সহজ হবে, যে জন্য তাকে সৃষ্টি করা হয়েছে।”

এটা মূলত হাদীসের একটি অংশ। এর মাধ্যমে তিনি আল্লাহর এই বাণীকে উদ্দেশ্য করেছেন: "সুতরাং যে দান করে ও আল্লাহকে ভয় করে, এবং সৎ বিষয়কে সত্য জ্ঞান করে; অচিরেই আমি তার জন্য সুগম করে দেব সহজ পথ।" - সূরা লাইল, ৫-৭

এর অর্থ হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা জান্নাত সৃষ্টি করেছেন, নির্ধারণ করেছেন এর অধিবাসীদেরও তাদের পিতার মেরুদণ্ডে থাকা অবস্থাতেই। তারাই হলো সৌভাগ্যবান, সুখের আমল তাদের জন্য সহজ হবে। অনুরূপ, জাহান্নাম সৃষ্টি করেছেন, নির্ধারণ করেছেন এর অধিবাসীদেরও তাদের পিতার মেরুদণ্ডে থাকা অবস্থাতেই। তাদের জন্য কষ্টকর বিষয়টাই সহজ হবে, দুর্ভাগাদের আমল।

"সবার জন্য সহজ করা হবে" এই কথার দ্বারা মোটেও চাপিয়ে দেওয়া / জবরদস্তি বোঝায় না। বরং এর দ্বারা বোঝায়: আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা জানেন যে, তারা জাহান্নামের আমল করবে এবং তাদেরকে (সে অনুযায়ী) জাহান্নামী লিখে রেখেছেন। তাদের অন্তরের কদর্যতার কারণে তারা জাহান্নামী হবে। আল্লাহ তাদেরকে একা একাই ছেড়ে দেবেন, অর্থাৎ লাঞ্ছিত করবেন।

আল্লাহ তাদেরকে লাঞ্ছিত করলে তাদের জন্য ভ্রষ্টতার পথ সহজ হবে। অর্থাৎ জান্নাতিদের জন্য সহজীকরণ মানে আল্লাহর অনুগ্রহ বৃদ্ধি, আর জাহান্নামীদের জন্য সহজীকরণ মানে আল্লাহর অনুগ্রহ বাদ দেওয়া।

তার মানে বোঝা গেল, কোনো প্রকার জবরদস্তি নেই। সবাই-ই আল্লাহর আদলের মাধ্যমে আচরিত। তবে জান্নাতিদেরকে আল্লাহ আদলের পাশাপাশি আরো বেশি অনুগ্রহ দেন এবং তাদের জন্য সহজ করেন ও ভালো কাজে সাহায্য করেন।

– শায়খ সালেহ আলুশ শায়খ‌‌‌ (সাবেক মন্ত্রী, ইসলামিক অ্যাফেয়ার্স, সৌদি আরব), শরহুল আকীদা আত ত্বহাবিয়্যাহ, জামি'উদ দুরূসিল 'আকাদিয়্যাহ ফী শরহিল আকীদা আত-ত্বহাবিয়্যাহ, ২য় খন্ড, ৯৮ পৃষ্ঠা
 
Back
Top