• আবু জুবায়রা (রা:) হতে মারফু সূত্রে বর্ণিত আছে, রাসূল (সা:) বলেছেন, 'আমাকে কিয়ামতের নিকটবর্তী সময়ে প্রেরণ করা হয়েছে। [আল-মা'রেফা, ২/২৩৪/২; আহমাদ, ৪/২৬০; মাজমাউয যাওয়ায়েদ, হা/১৮২৩১; জামেউল আহাদীছ, হা/১০৪০২]
• ইবনু মাসউদ (রা:) হতে বর্ণিত, নবী (সা:) বলেছেন, 'কিয়ামতের পূর্বে সূদ, ব্যভিচার ও মদের...