কবর ও কিয়ামত কিয়ামতের পূর্বে ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে কত বছর অবস্থান করবেন, ৭ না ৪০বছর?

Joined
Jan 3, 2023
Threads
710
Comments
855
Reactions
7,524
উত্তর : কিয়ামতের আগে ঈসা আলাইহিস সালাম এই দুনিয়াতে এসে সাত বছর অবস্থান করবেন (ছহীহ মুসলিম, হা/২৯৪০)। তবে কোনো কোনো হাদীছে বলা হয়েছে যে, তিনি চল্লিশ বছর অবস্থান করবেন (আবূ দাঊদ, হা/৪৩২৪)। সেই বর্ণনা দিয়ে উদ্দেশ্য হলো, ঈসা আলাইহিস সালাম-এর যমীনে অবস্থান করার সময় হবে চল্লিশ বছর। আল্লাহ তাআলা তাকে আসমানে উঠিয়ে নেওয়ার আগে তার বয়স হয়েছিল তেত্রিশ বছর। আর কিয়ামতের আগে তিনি নেমে এসে অবস্থান করবেন আরো সাত বছর। এভাবে তার যমীনে অবস্থান করার সময় হবে চল্লিশ বছর (আল-বিদায়াহ ওয়ান-নিহায়াহ, ১৯/২৩১)।

--- মাসিক আল ইতিছাম, সেপ্টেম্বর ২০২৩
 
Similar threads Most view View more
Back
Top