উত্তর : রাসূল (ﷺ) স্ত্রীদের ঘরের বিভিন্ন কাজে সহায়তা করতেন।
আয়েশা (রাঃ) বলেন, রাসূল (ﷺ) গৃহস্থালির কাজ করতেন। অর্থাৎ স্ত্রীর কাজে সহযোগিতা করতেন। অতঃপর আযান হ’লে তিনি সালাতের জন্য বেরিয়ে যেতেন (বুখারী হা/৬৭৬; মিশকাত হা/৫৮১৬)।
আয়েশা (রাঃ) বলেন, রাসূল (ﷺ) নিজের জুতায় তালি লাগাতেন ও কাপড় সেলাই...