Knowledge Sharer
ilm Seeker
Q&A Master
Salafi User
- Joined
- Jul 24, 2023
- Threads
- 520
- Comments
- 533
- Reactions
- 5,581
- Thread Author
- #1
উত্তর : রাসূল (ﷺ) স্ত্রীদের ঘরের বিভিন্ন কাজে সহায়তা করতেন।
আয়েশা (রাঃ) বলেন, রাসূল (ﷺ) গৃহস্থালির কাজ করতেন। অর্থাৎ স্ত্রীর কাজে সহযোগিতা করতেন। অতঃপর আযান হ’লে তিনি সালাতের জন্য বেরিয়ে যেতেন (বুখারী হা/৬৭৬; মিশকাত হা/৫৮১৬)।
আয়েশা (রাঃ) বলেন, রাসূল (ﷺ) নিজের জুতায় তালি লাগাতেন ও কাপড় সেলাই করতেন। তিনি বাড়ীর কাজ করতেন যেমন তোমরা করে থাক’ (সহীহ ইবনু হিববান হা/৬৪৪০)। তিনি বলেন, ‘তিনি অন্যান্য মানুষের মত একজন মানুষ ছিলেন। নিজের কাপড়ের উকুন নিজে বাছাই করতেন। বকরী দোহন করতেন ও নিজের কাজ নিজে করতেন’ (শামায়েলে তিরমিযী হা/৩৪৩; মিশকাত হা/৫৮২২; আহমাদ হা/২৬২৩৭; সীরাতুর রাসূল (ﷺ) ৩য় মুদ্রণ ৭৮৭ পৃ.)।
আয়েশা (রাঃ) বলেন, রাসূল (ﷺ) গৃহস্থালির কাজ করতেন। অর্থাৎ স্ত্রীর কাজে সহযোগিতা করতেন। অতঃপর আযান হ’লে তিনি সালাতের জন্য বেরিয়ে যেতেন (বুখারী হা/৬৭৬; মিশকাত হা/৫৮১৬)।
আয়েশা (রাঃ) বলেন, রাসূল (ﷺ) নিজের জুতায় তালি লাগাতেন ও কাপড় সেলাই করতেন। তিনি বাড়ীর কাজ করতেন যেমন তোমরা করে থাক’ (সহীহ ইবনু হিববান হা/৬৪৪০)। তিনি বলেন, ‘তিনি অন্যান্য মানুষের মত একজন মানুষ ছিলেন। নিজের কাপড়ের উকুন নিজে বাছাই করতেন। বকরী দোহন করতেন ও নিজের কাজ নিজে করতেন’ (শামায়েলে তিরমিযী হা/৩৪৩; মিশকাত হা/৫৮২২; আহমাদ হা/২৬২৩৭; সীরাতুর রাসূল (ﷺ) ৩য় মুদ্রণ ৭৮৭ পৃ.)।
সূত্র: আত-তাহরীক।
Last edited: