কবর ও কিয়ামত কবরের গভীরতার ব্যাপারে শরী'আতের কোন নির্দেশ আছে কি?

Joined
Jan 3, 2023
Threads
891
Comments
1,062
Reactions
9,568
উত্তর : হিশাম ইবনু আমের (রাদি.) হতে বর্ণিত, তিনি বলেন ‘নবী করীম (স.) ওহুদের যুদ্ধের দিন বলেছিলেন, তোমরা কবর খনন কর। তোমরা কবরকে প্রশস্ত, গভীর এবং সুন্দর কর' (তিরমিজি, হা. ১৭১৩; আবু দাউদ, হা. ৩২১৫)। গভীরতার পরিমাণ সম্পর্কে ওমর ইবনুল খাত্তাব (রাদি.) হতে মুছান্নাফ ইবনু আবী শায়বাহ্ততে একটি রেওয়ায়াত এসেছে, যেখানে মানুষের দৈর্ঘ্য পরিমাণ গভীর করতে বলা হয়েছে। ইমাম শাফেঈও সেকথা বলেন। খলীফা ওমর ইবনু আব্দুল আযীয (রহঃ) থেকে ‘নাভী’ পর্যন্ত গভীর করার কথা এসেছে। ইমাম ইয়াহ্ইয়া ‘বুক’ পর্যন্ত বলেন। তিনি বলেন, এর সর্বনিম্ন পরিমাণ হল যাতে লাশ ঢাকা পড়ে এবং হিংস্র জন্তু থেকে হেফাযত হয়। ইমাম মালেক (রহঃ) বলেন, কবরের গভীরতার কোন সীমা নেই’ (শাওকানী, নায়লুল আওত্বার, ৫/৯৪ পৃঃ)। উপরের আলোচনা শেষে বলা চলে যে, রাসূলুল্লাহ (স.) -এর সাধারণ নির্দেশ অনুযায়ী কবর গভীর করতে হবে এবং তা অধিক গভীর হওয়াই উত্তম।

সূত্রঃ 'প্রশ্নোত্তরে আরকানুল ইসলাম' বই, প্রশ্ন নং ৯০৮ (আছ ছিরাত প্রকাশনী)
 
Similar threads Most view View more
Back
Top