পুরুষদের ন্যায় মহিলারাও শরীআতের দায়িত্বপ্রাপ্তা। তাই শরীআত কর্তৃক মহিলাদের জন্য যেসব দায়িত্ব ও ইবাদত নির্ধারিত, সেসব বিষয়ে সম্যক জ্ঞান অর্জন করা তাদের ওপর আবশ্যক। যেমন, পবিত্রতা অর্জন করা, সালাত কায়েম করা, সিয়াম পালন করা, সম্পদ থাকলে যাকাত আদায় করা, সামর্থ্য থাকলে হজ্জ সম্পাদন করা ইত্যাদি।...