রাসূল ﷺ— তিনি কেবল এক মানুষের নাম নন, তিনি এক জীবন্ত আলোর ধারা, যে ধারা যুগে যুগে বয়ে চলেছে, অন্ধকারের বুক চিরে ছড়িয়ে পড়েছে সকল গগনে। তাঁকে ফুলের পবিত্রতার সঙ্গে তুলনা করলে ভুল হবে, কেননা ফুলের পবিত্রতা কেবল তার সুগন্ধে, তার সৌন্দর্যে; কিন্তু সে ধুলো মাখে, ঝরে পড়ে, বিলীন হয়ে যায়। অথচ তিনি— নবীজি...