জান্নাত
-
তিনটি গুরুত্বপূর্ণ জিনিস
হাফেয আবদুল গনী আল-মাকদিসী (রহিমাহুল্লাহ) বলেছেন: একজন বান্দা তার রবের নিকট সবচেয়ে গুরুত্বপূর্ণ যে তিনটি জিনিস চাইতে পারে, তা হলোঃ ১. আল্লাহ্র সন্তুষ্টি। ২. আল্লাহ্র মহামহিম চেহারা দর্শনের সৌভাগ্য। ৩. জান্নাতুল ফেরদাউসের উচ্চতম স্থান। — “যাইলু তাবাকাতিল হানাবিলা” ইবনু রজব: (৩/২০)- Golam Rabby
- Thread
- জান্নাত দুআ
- Replies: 1
- Forum: সালাফ কথন
-
সুতরাং এই দুনিয়ায় আমাদের জন্য কিছুই নেই!
আমরা ছিলাম জান্নাতের মানুষদের মধ্য থেকে এক জাতি। তারপর ইবলিস আমাদের বন্দি করে এই দুনিয়ায় এনেছে। সুতরাং এই দুনিয়ায় আমাদের জন্য কিছুই নেই—শুধু দুঃখ-কষ্ট ও দুশ্চিন্তা—যতক্ষণ না আমরা সেই ভূমিতে ফিরে যাই, যেখান থেকে আমাদের বের করে আনা হয়েছিল। [আল ফাওয়াইদ লি ইমাম ইবনুল কাইয়্যিম আয জাওযীয়্যাহ]- Golam Rabby
- Thread
- জান্নাত শয়তান
- Replies: 0
- Forum: সালাফ কথন
-
হাদিস ও হাদিসের ব্যাখ্যা জান্নাতী পুরুষ দৈনিক একশো জান্নাতী কুমারী নারীর নিকট গমন সম্পর্কিত হাদীস
আবু হুরাইরাহ(রা) বলেন, জান্নাতে আমরা কি আমাদের স্ত্রীদের নিকট যেতে পারবো? রসূলুল্লাহ(ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তখন বললেন, যাঁর হাতে আমার প্রাণ, তাঁর শপথ! নিশ্চয়ই একজন (জান্নাতী) পুরুষ দৈনিক একশো (জান্নাতী) কুমারী নারীর নিকট গমন করবে। (মুসনাদে বাযযার, হা/১০০৭২; ত্বাবারাণী, মু’জামুল...- Golam Rabby
- Thread
- জান্নাত হাদিস
- Replies: 0
- Forum: অন্যান্য
-
ফাযায়েলে আমল জান্নাতে প্রাসাদ লাভের ২০ টি আমল
(১) তাক্বওয়া বা আল্লাহভীতি অবলম্বন করা : মহান আল্লাহ বলেন: لَكِنِ الَّذِينَ اتَّقَوْا رَبَّهُمْ لَهُمْ غُرَفٌ مِنْ فَوْقِهَا غُرَفٌ مَبْنِيَّةٌ تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ وَعْدَ اللهِ لَا يُخْلِفُ اللهُ الْمِيعَادَ، ‘আর যারা তাদের পালনকর্তাকে ভয় করে, তাদের জন্য রয়েছে স্তরের উপর স্তর...- Rajib Reza
- Thread
- আমল ইসলাম জান্নাত
- Replies: 1
- Forum: অন্যান্য
-
হাদিস ও হাদিসের ব্যাখ্যা বারযাখী হায়াতে জান্নাত ও জাহান্নামের অবস্থান
হাদীস : আবদুল্লাহ ইবনে উমার (রাদিয়াল্লাহু আনহুমা) হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “তোমাদের কেউ মারা গেলে অবশ্যই তার সামনে সকাল ও সন্ধ্যায় তার অবস্থান স্থল উপস্থাপন করা হয়। যদি সে জান্নাতী হয়, তবে (অবস্থান স্থল) জান্নাতীদের মধ্যে দেখানো হয়। আর সে জাহান্নামী...- Golam Rabby
- Thread
- আখিরাত জান্নাত জাহান্নাম
- Replies: 1
- Forum: অন্যান্য
-
মৃত্যু ও পরবর্তী যেসব কাজের ফলে মানুষ জান্নাতের সুগন্ধ পাবে না
• যে ব্যক্তি নিরাপত্তার প্রতিশ্রুতিপ্রাপ্ত কোনো লোককে হত্যা করবে। — বুখারী: ৬৯১৪ • যারা কবুতরের বুকের (নিচের অংশের) মতো কালো খিযাব বা রং (কলপ) ব্যবহার করবে। — নাসায়ী: ৫০৭৫ • যে ব্যক্তি দুনিয়াবী স্বার্থলাভের জন্য ইলম শিক্ষা দেবে। — আবু দাউদ: ৩৬৬৪ • যে নারী অপ্রয়োজনে তার স্বামীর কাছে তালাক...- Golam Rabby
- Thread
- আখিরাত জান্নাত
- Replies: 2
- Forum: অন্যান্য
-
জান্নাত ও জাহান্নাম জান্নাতে পুরুষের সংখ্যা বেশী হবে, না নারীর সংখ্যা?
নারীরা অধিকাংশ জাহান্নামী হবে। তার মানে কিন্তু এই নয় যে, জান্নাতে নারীর সংখ্যা কম হবে। আসলে জান্নাতে জান্নাতী হুরীদেরকে নিয়ে নারীর সংখ্যাই অধিক হবে। অবশ্য এ কথাও সত্য যে, দুনিয়ার মহিলাদের অধিকাংশ জাহান্নামী হবে। মহানবী (ﷺ) বলেছেন, “(জান্নাতে) জান্নাতীদের পাত্র হবে স্বর্ণের, তাদের গায়ের ঘাম...- Sumi Islam
- Thread
- জান্নাত জাহান্নাম নারী
- Replies: 0
- Forum: দ্বীনি প্রশ্নোত্তর
-
বাংলা বই জান্নাতের পথ - PDF মুহাম্মাদ রঈসুদ্দীন
মুসলিম হিসেবে জান্নাত পাওয়ার আগ্রহ আমাদের সীমাহীন। আমাদের দুনিয়ার জীবনের প্রধান লক্ষ্যও জান্নাতই। দুনিয়ায় আমাদের আসতে হয়েছে ঠিকই, কিন্তু গন্তব্য আমাদের জান্নাতই। কিন্তু, অনেকের প্রশ্ন জাগে—জান্নাত কি খুবই সহজ কিছু? এ কি পরম আরাধ্য না? অল্প-বিস্তর আমল আর আকাঙ্ক্ষায় জান্নাত লাভ করা কি আসলেও সম্ভব...- abdulazizulhakimgrameen
- Book
- pdf জান্নাত
- Category: বাংলা বই
-
বাংলা বই জান্নাতের অফুরন্ত নে'আমত - PDF মুহাম্মাদ কাবীরুল ইসলাম
জান্নাতের অফুরন্ত নে'আমত নিয়ে সুন্দর আলোচনা করা হয়েছে।- abdulazizulhakimgrameen
- Book
- pdf জান্নাত
- Category: বাংলা বই
-
বাংলা বই জান্নাতের বর্ণনা - PDF মুহাম্মদ ইকবাল কিলানী
জান্নাতের বর্ণনা নিয়ে সুন্দর আলোচনা করা হয়েছে।- abdulazizulhakimgrameen
- Book
- pdf জান্নাত
- Category: বাংলা বই
-
আকিদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা মাতা জান্নাতি না জাহান্নামি
পিতামাতা প্রসঙ্গ ও ইসলামী আকীদা মূলধারার তাবিয়ী, তাবি-তাবিয়ী ও আহলুস সুন্নাত ওয়াল জামাআতের অনেক প্রসিদ্ধ ইমাম উল্লেখ করেছেন যে, তাঁরা কাফির-মুশরিক অবস্থায় মৃত্যু বরণ করেন। কারণ, রাসূলুল্লাহ (ﷺ)-এর বিভিন্ন হাদীস এরূপই প্রমাণ করে। আনাস (রা) বলেন: إنَّ رَجُلا قَالَ يَا رَسُولَ اللَّهِ أَيْنَ...- abdulazizulhakimgrameen
- Thread
- জান্নাত
- Replies: 0
- Forum: আকিদা
-
প্রবন্ধ জান্নাতীদের পানীয় ও এর নহরসমূহ এবং জাহান্নামীদের পানীয়
প্রথমত: জান্নাতীদের পানীয় ও এর নহরসমূহ ১- জান্নাতীদের পানীয়: আল্লাহ তা‘আলা বলেছেন, ﴿ إِنَّ ٱلۡأَبۡرَارَ يَشۡرَبُونَ مِن كَأۡسٖ كَانَ مِزَاجُهَا كَافُورًا ٥ عَيۡنٗا يَشۡرَبُ بِهَا عِبَادُ ٱللَّهِ يُفَجِّرُونَهَا تَفۡجِيرٗا ٦ ﴾ [الانسان: ٥، ٦] নিশ্চয় সৎকর্মশীলরা পান করবে এমন পানপাত্র থেকে যার...- Abu Abdullah
- Thread
- জান্নাত জাহান্নাম
- Replies: 0
- Forum: অন্যান্য
-
প্রবন্ধ জান্নাতী ও জাহান্নামীদের খাদ্য
প্রথমত: জান্নাতীদের খাদ্য: আল্লাহ তা‘আলা বলেছেন, ﴿ ٱدۡخُلُواْ ٱلۡجَنَّةَ أَنتُمۡ وَأَزۡوَٰجُكُمۡ تُحۡبَرُونَ ٧٠ يُطَافُ عَلَيۡهِم بِصِحَافٖ مِّن ذَهَبٖ وَأَكۡوَابٖۖ وَفِيهَا مَا تَشۡتَهِيهِ ٱلۡأَنفُسُ وَتَلَذُّ ٱلۡأَعۡيُنُۖ وَأَنتُمۡ فِيهَا خَٰلِدُونَ ٧١ وَتِلۡكَ ٱلۡجَنَّةُ ٱلَّتِيٓ...- Abu Abdullah
- Thread
- জান্নাত জাহান্নাম
- Replies: 0
- Forum: অন্যান্য
-
প্রবন্ধ জান্নাত ও জাহান্নামের বিছানা
প্রথমত: জান্নাতীদের বিছানাপত্র: আল্লাহ তা‘আলা বলেছেন, ﴿ مُتَّكِِٔينَ عَلَىٰ فُرُشِۢ بَطَآئِنُهَا مِنۡ إِسۡتَبۡرَقٖۚ وَجَنَى ٱلۡجَنَّتَيۡنِ دَانٖ ٥٤ ﴾ [الرحمن: ٥٤] “সেখানে পুরু রেশমের আস্তরবিশিষ্ট বিছানায় তারা হেলান দেয়া অবস্থায় থাকবে এবং দুই জান্নাতের ফল-ফলাদি থাকবে নিকটবর্তী।” [সূরা...- Abu Abdullah
- Thread
- জান্নাত জাহান্নাম
- Replies: 1
- Forum: অন্যান্য
-
প্রবন্ধ জান্নাতী ও জাহান্নামীদের পোশাক পরিচ্ছেদ
প্রথমত: জান্নাতীদের পোশাক পরিচ্ছেদ: ﴿ إِنَّ ٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ إِنَّا لَا نُضِيعُ أَجۡرَ مَنۡ أَحۡسَنَ عَمَلًا ٣٠ أُوْلَٰٓئِكَ لَهُمۡ جَنَّٰتُ عَدۡنٖ تَجۡرِي مِن تَحۡتِهِمُ ٱلۡأَنۡهَٰرُ يُحَلَّوۡنَ فِيهَا مِنۡ أَسَاوِرَ مِن ذَهَبٖ وَيَلۡبَسُونَ ثِيَابًا خُضۡرٗا مِّن...- Abu Abdullah
- Thread
- জান্নাত জাহান্নাম
- Replies: 0
- Forum: অন্যান্য
-
প্রবন্ধ সর্বনিম্ন জান্নাতীর মর্যাদা ও সবচেয়ে কম শাস্তিপ্রাপ্ত জাহান্নামীর শাস্তি
প্রথমত: সর্বনিম্ন জান্নাতীর মর্যাদা: عَنْ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " إِنِّي لَأَعْلَمُ آخِرَ أَهْلِ النَّارِ خُرُوجًا مِنْهَا، وَآخِرَ أَهْلِ الجَنَّةِ دُخُولًا، رَجُلٌ يَخْرُجُ مِنَ النَّارِ كَبْوًا، فَيَقُولُ اللَّهُ: اذْهَبْ...- Abu Abdullah
- Thread
- জান্নাত জাহান্নাম
- Replies: 0
- Forum: অন্যান্য
-
প্রবন্ধ জান্নাত ও জাহান্নামের স্তরসমূহ
প্রথমত: জান্নাতের স্তরসমূহ: আল্লাহ তা‘আলা বলেছেন, ﴿ لَّا يَسۡتَوِي ٱلۡقَٰعِدُونَ مِنَ ٱلۡمُؤۡمِنِينَ غَيۡرُ أُوْلِي ٱلضَّرَرِ وَٱلۡمُجَٰهِدُونَ فِي سَبِيلِ ٱللَّهِ بِأَمۡوَٰلِهِمۡ وَأَنفُسِهِمۡۚ فَضَّلَ ٱللَّهُ ٱلۡمُجَٰهِدِينَ بِأَمۡوَٰلِهِمۡ وَأَنفُسِهِمۡ عَلَى ٱلۡقَٰعِدِينَ دَرَجَةٗۚ...- Abu Abdullah
- Thread
- জান্নাত জাহান্নাম
- Replies: 4
- Forum: অন্যান্য
-
প্রবন্ধ জান্নাত ও জাহান্নামের অধিকাংশ অধিবাসী
প্রথমত: অধিকাংশ জান্নাতী: ১. উম্মতে মুহাম্মদী: عَنْ أَبِي سَعِيدٍ الخُدْرِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: " يَقُولُ اللَّهُ تَعَالَى: " يَا آدَمُ، فَيَقُولُ: لَبَّيْكَ وَسَعْدَيْكَ، وَالخَيْرُ فِي يَدَيْكَ، فَيَقُولُ: أَخْرِجْ بَعْثَ...- Abu Abdullah
- Thread
- জান্নাত জাহান্নাম
- Replies: 1
- Forum: অন্যান্য
-
প্রবন্ধ জান্নাতের দরজা কয়টি ও কি কি?
জান্নাতের দরজ আটটি: عن عمر بن الخطاب عن النبي قال: « مَا مِنْكُمْ مِنْ أَحَدٍ يَتَوَضَّأُ فَيُبْلِغُ - أَوْ فَيُسْبِغُ - الْوَضُوءَ ثُمَّ يَقُولُ: أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَأَنَّ مُحَمَّدًا عَبْدُ اللهِ وَرَسُولُهُ إِلَّا فُتِحَتْ لَهُ أَبْوَابُ الْجَنَّةِ الثَّمَانِيَةُ...- Abu Abdullah
- Thread
- জান্নাত
- Replies: 1
- Forum: অন্যান্য
-
প্রবন্ধ বর্তমানে জান্নাত ও জাহান্নামের অস্তিত্ব বিদ্যমান থাকার দলিল
عن أنس بن مالك عن النبي في قصة الإسراء أنه قال: «ثم انطلق بي جبريل حتى انتهى بي إلى سدرة المنتهى، فغشيها ألوانٌ لا أدري ما هي، قال: ثم دخلت الجنة، فإذا فيها جنابذ([1]) اللؤلؤ، وإذا ترابها المسك ». “তারপর জিবরীল আলাইহিস সালাম আমাকে নিয়ে চলতে থাকে। সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছলে তাকে কতক রঙ...- Abu Abdullah
- Thread
- জান্নাত জাহান্নাম
- Replies: 1
- Forum: অন্যান্য