হাদিসের ব্যাখ্যা
-
হাদিস ও হাদিসের ব্যাখ্যা কারো সম্মুখে প্রশংসা করার নিষেধাজ্ঞা সংক্রান্ত হাদিসের ব্যাখ্যা
সম্মুখে প্রশংসা করা সমন্ধে রাসূল ﷺ এর নিষেধাজ্ঞামূলক হাদিসটির ব্যাখ্যা: আবূ বকর (রাঃ) থেকে বর্ণিত: তিনি বলেন, নবী (ﷺ)-এর সামনে এক ব্যক্তি অপর এক ব্যক্তির প্রশংসা করল। তখন রসূল (ﷺ) বললেন, তোমার জন্য আফসোস! তুমি তো তোমার সাথীর গর্দান কেটে ফেললে, তুমি তো তোমার সাথীর গর্দান কেটে ফেললে। তিনি এ কথা...- shafinchowdhury
- Thread
- ফিকহ হাদিস হাদিসের ব্যাখ্যা
- Replies: 2
- Forum: অন্যান্য
-
হাদিস ও হাদিসের ব্যাখ্যা যখন দুজন মুসলিম তরবারি নিয়ে পরস্পর মুখোমুখি হয়, তখন হত্যাকারী ও নিহত ব্যক্তি উভয়ই জাহান্নামে যাবে: হাদিসের বিশুদ্ধ ব্যাখ্যা
ভূমিকা: পরম করুণাময়, অসীম দয়ালু মহান আল্লাহ’র নামে শুরু করছি। যাবতীয় প্রশংসা জগৎসমূহের প্রতিপালক মহান আল্লাহ’র জন্য। শতসহস্র দয়া ও শান্তি বর্ষিত হোক প্রাণাধিক প্রিয় নাবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ’র প্রতি। আজকের আলোচনা হবে একটি গুরুত্বপূর্ণ হাদিসের বিশুদ্ধ ব্যাখ্যা নিয়ে, যা ইসলামের শিক্ষা ও মুসলিম...- Miad Uddin
- Thread
- জাহান্নাম হাদিসের ব্যাখ্যা
- Replies: 0
- Forum: অন্যান্য
-
হাদিস ও হাদিসের ব্যাখ্যা জুতা পরিধান করে সালাত আদায়
হাদীস : আবু মাসলামাহ সা'ঈদ ইবন ইয়াযীদ থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আনাস ইবন মালিককে জিজ্ঞাসা করেছিলাম, নবী সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম কি জুতো পরিধান করে সালাত পড়তেন? তিনি বললেন, হ্যাঁ। [বুখারী: ৩৮৬; মুসলিম: ৫৫৫ ] হাদীসের শিক্ষা : (১) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম ও...- Golam Rabby
- Thread
- সালাত হাদিসের ব্যাখ্যা
- Replies: 0
- Forum: অন্যান্য
-
হাদিস ও হাদিসের ব্যাখ্যা সূর্যোদয় ও অস্তের সময় সালাত আদায়
হাদীস : ইবনে উমার (রাদিয়াল্লাহু আনহুমা) হতে বর্ণিত, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, “তোমাদের কেউ সূর্যোদয় ও সূর্যাস্তের সময় সালাত আদায়ের অপেক্ষা করবে না অথবা চেষ্টা করবে না।” অপর বর্ণনায় এসেছে, তোমরা সালাত আদায় করার জন্য সূর্যোদয় বা সূর্যাস্তের অপেক্ষা করো না।...- Golam Rabby
- Thread
- সময় সালাত হাদিসের ব্যাখ্যা
- Replies: 0
- Forum: অন্যান্য
-
হাদিস ও হাদিসের ব্যাখ্যা গাছের ফল ও বিক্রয় প্রসঙ্গ
হাদীস : আবদুল্লাহ ইবনে উমার (রাদিয়াল্লাহু আনহুমা) সূত্রে বর্ণিত,“রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) গাছের ফল উপযোগী হওয়ার পূর্বে ক্রয়-বিক্রয় করতে নিষেধ করেছেন। তিনি বিক্রেতা এবং ক্রেতা উভয়কেই নিষেধ করেছেন।” হাদীসের তাখরীজ: সহীহ বুখারী, ২১৯৪; সহীহ মুসলিম, ১৫৩৪; মুয়াত্তা মালিক...- Golam Rabby
- Thread
- হাদিসের ব্যাখ্যা
- Replies: 1
- Forum: অন্যান্য
-
হাদিস ও হাদিসের ব্যাখ্যা কিয়ামতের দিন তা লজ্জা ও আফসোসের কারণ হবে
আবু হুরায়রা (রাদিআল্লাহু আনহু) থেকে বর্ণিত, নবী করিম (সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, ‘নিশ্চয়ই তোমরা শাসনক্ষমতা লাভের জন্য খুব আগ্রহী হবে। কিন্তু কিয়ামতের দিন তা লজ্জা ও আফসোসের কারণ হবে। দুধদানকারী হিসেবে (ক্ষমতার দিনগুলোতে নানা সুযোগ-সুবিধা ভোগের দিক দিয়ে) ক্ষমতা কতই না ভালো। কিন্তু...- Golam Rabby
- Thread
- ইমারত নেতৃত্ব হাদিসের ব্যাখ্যা
- Replies: 0
- Forum: অন্যান্য
-
আকিদা সবার জন্য সেটাই সহজ হবে, যে জন্য তাকে সৃষ্টি করা হয়েছে- এর ব্যাখ্যা কী?
“আর সবার জন্য সেটাই সহজ হবে, যে জন্য তাকে সৃষ্টি করা হয়েছে।” এটা মূলত হাদীসের একটি অংশ। এর মাধ্যমে তিনি আল্লাহর এই বাণীকে উদ্দেশ্য করেছেন: "সুতরাং যে দান করে ও আল্লাহকে ভয় করে, এবং সৎ বিষয়কে সত্য জ্ঞান করে; অচিরেই আমি তার জন্য সুগম করে দেব সহজ পথ।" - সূরা লাইল, ৫-৭ এর অর্থ হলো, আল্লাহ...- Golam Rabby
- Thread
- তাকদীর হাদিসের ব্যাখ্যা
- Replies: 1
- Forum: আকিদা
-
হাদিস ও হাদিসের ব্যাখ্যা আল্লাহ যার কল্যাণ চান, তাকে দ্বীনের জ্ঞান দান করেন
মু‘আবিয়া (রাঃ) বলেন, রাসূলুল্লাহ (ছাঃ) বলেছেন, ‘আল্লাহ যার কল্যাণ চান, তাকে দ্বীনের জ্ঞান দান করেন। আল্লাহই (সেই জ্ঞান) প্রদানকারী, আমি কেবল বন্টনকারী’। [বুখারী: ৭১, মুসলিম: ১০৩৭] এই হাদীছের ব্যাখ্যায় আব্দুল করীম খুযাইর বলেন, ‘আল্লাহ যদি তাওফীক্ব না দেন, তবে কোন মানুষ নিজের পরিশ্রম দিয়ে...- Golam Rabby
- Thread
- ইলম হাদিসের ব্যাখ্যা
- Replies: 1
- Forum: অন্যান্য
-
আল্লাহর সত্ত্বার বিনিময়ে জান্নাত ছাড়া অন্য কিছু চাইবে না। এ হাদীসের ব্যাখ্যা ও শিক্ষনীয় বিষয় কী?
জাবের রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত আছে যে, রাসূল সল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: «لَا يُسْأَلُ بِوَجْهِ اللَّهِ، إِلَّا الْجَنَّةُ» ‘‘আল্লাহর সত্ত্বার বিনিময়ে জান্নাত ছাড়া অন্য কিছু চাইবে না’’। (আবু দাউদ) এ হাদীসের ব্যাখ্যা ও শিক্ষনীয় বিষয় কী? উত্তর: এ হাদীসে দো‘আ প্রার্থনাকারীদের...- Abu Abdullah
- Thread
- ই-বুক প্রশ্নোত্তরে তাওহীদ হাদিসের ব্যাখ্যা
- Replies: 0
- Forum: অনলাইন রিডার
-
অতিরঞ্জন বা বাড়াবাড়ি করার ব্যাপারে তোমাদেরকে সাবধান করছি। তোমাদের পূর্ববর্তী যারা বাড়াবাড়ি করেছিল তারা ধ্বংস হয়ে গেছে - উক্ত হাদীসের ব্যাখ্যা কী?
ইবনে আববাস রাদিয়াল্লাহ আনহুমা বলেন: রাসূল সল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: (غلو) ‘‘অতিরঞ্জন বা বাড়াবাড়ি করার ব্যাপারে তোমাদেরকে সাবধান করছি। তোমাদের পূর্ববর্তী যারা বাড়াবাড়ি করেছিল তারা ধ্বংস হয়ে গেছে’’। (মুসনাদে আহমাদ ১/২১৫, নাসায়ী ৫/২৬৮, ইবনে মাজাহ; ৩০২৯) উক্ত হাদীসের ব্যাখ্যা কী...- Abu Abdullah
- Thread
- ই-বুক প্রশ্নোত্তরে তাওহীদ হাদিসের ব্যাখ্যা
- Replies: 0
- Forum: অনলাইন রিডার
-
হাদিস ও হাদিসের ব্যাখ্যা যে ব্যক্তি আমাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করবে সে আমাদের অন্তর্ভুক্ত নয়
আবূ মূসা আল-আশ‘আরী রাদিয়াল্লাহু ‘আনহু সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেছেন, "c2">“যে ব্যক্তি আমাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করল সে আমাদের অন্তর্ভুক্ত নয়।” [বুখারী: ইসলামিক ফাউন্ডেশন নাম্বারঃ ৬৪০৮, আন্তর্জাতিক নাম্বারঃ ৬৮৭৪; মুসলিম ১০১, নাসায়ী ৪১০০, তিরমিযী ১৪৫৯]...- rasikulindia
- Thread
- হাদিসের ব্যাখ্যা
- Replies: 0
- Forum: অন্যান্য
-
হাদিস ও হাদিসের ব্যাখ্যা “একদল লোক সবসময় পিছিয়ে থাকবে এক পর্যায়ে আল্লাহ তাদেরকে পিছিয়েই রাখবেন” হাদীসটির ব্যাখ্যা
হাদীসটি মুসলিম (৪৩৮) সংকল করেছেন আবু সাঈদ খুদরী থেকে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কিছু সাহাবীর মাঝে পেছনে নামায পড়ার প্রবণতা লক্ষ্য করলেন। তিনি তাদেরকে বললেন: “তোমরা সামনে এগিয়ে আস; যাতে আমাকে অনুসরণ করতে পারো এবং যাতে করে তোমাদের পরবর্তীরা তোমাদেরকে অনুসরণ করতে পারে। একদল...- Golam Rabby
- Thread
- হাদিসের ব্যাখ্যা
- Replies: 1
- Forum: অন্যান্য
-
হাদিস ও হাদিসের ব্যাখ্যা হঠাৎ মৃত্যু আল্লাহর গযব স্বরূপ। আবূ দাউদের ৩১১০ নং হাদীছের ব্যাখ্যা জানতে চাই।
উত্তর : ‘হঠাৎ মৃত্যু আল্লাহর গযব স্বরূপ’ মর্মে বর্ণিত আবূ দাঊদের হাদীছটি ছহীহ, না-কি যঈফ তা নিয়ে মুহাদ্দিছদের মাঝে মতভেদ রয়েছে (ফাৎহুল বারী, ৩য় খণ্ড, পৃ. ২৫৪)। এমনকি রাসূল (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) হঠাৎ মৃত্যু থেকে পানাহ চাইতেন মর্মে বর্ণিত দু‘আটিও ছহীহ নয়। অন্য হাদীছে এসেছে, ‘হঠাৎ...- Golam Rabby
- Thread
- মৃত্যু হাদিস হাদিসের ব্যাখ্যা
- Replies: 1
- Forum: অন্যান্য
-
হাদিস ও হাদিসের ব্যাখ্যা জ্বর, মাথাব্যথা না হওয়া জাহান্নামী হওয়ার কারণ সংক্রান্ত হাদীসটি কি সহীহ? হাদীসটি সহীহ হলে এর ব্যাখ্যা কি?
আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন; جَاءَ أَعْرَابِيٌّ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: هَلْ أَخَذَتْكَ أُمُّ مِلْدَمٍ ؟. قَالَ: وَمَا أُمُّ مِلْدَمٍ؟ قَالَ: حَرٌّ بَيْنَ الْجِلْدِ وَاللَّحْمِ. قَالَ: لَا. قَالَ: فَهَلْ صُدِعْتَ؟ قَالَ: وَمَا الصُّدَاعُ؟ قَالَ: رِيحٌ...- Golam Rabby
- Thread
- হাদিসের ব্যাখ্যা
- Replies: 2
- Forum: অন্যান্য
-
হাদিস ও হাদিসের ব্যাখ্যা নিশ্চয় আল্লাহ মূল্য নির্ধারণকারী। তিনি তা কমান ও বৃদ্ধি করেন এবং তিনিই রিযিক্বদাতা (আবূ দাঊদ, হা/৩৪৫১)। উক্ত হাদীছের সঠিক ব্যাখ্যা কী?
উত্তর : আনাস ইবনু মালিক (রাযিয়াল্লাহু আনহু) বলেন, রাসূল (ﷺ)-এর যুগে একবার দ্রব্যমূল্য বৃদ্ধি পাওয়ার ফলে লোকেরা বলতে লাগল, হে আল্লাহর রাসূল (ﷺ)! আমাদের জন্য দ্রব্যমূল্য বেঁধে দিন। তিনি বললেন, আল্লাহ তা‘আলাই মূল্য নির্ধারণ করে থাকেন, তিনিই নিয়ন্ত্রণকারী, অপ্রশস্তকারী, প্রশস্তকারী ও রিযিক্ব...- Golam Rabby
- Thread
- লেনদেন হাদিসের ব্যাখ্যা
- Replies: 1
- Forum: অন্যান্য
-
হাদিস ও হাদিসের ব্যাখ্যা সালাত আদায় করা অবস্থায় তন্দ্রা আসলে
যখন সালাত আদায় করা অবস্থায় তোমাদের কারো তন্দ্রা আসবে, তখন তার উচিত ঘুমিয়ে যাওয়া, যতক্ষণ না তার ঘুম চলে যাবে। وَعَنْ عَائِشَةَ قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا نَعَسَ أَحَدُكُمْ وَهُوَ يُصَلِّي فَلْيَرْقُدْ حَتَّى يَذْهَبَ عَنْهُ النَّوْمُ فَإِنَّ...- rasikulindia
- Thread
- সালাত হাদিসের ব্যাখ্যা
- Replies: 0
- Forum: অন্যান্য
-
হাদিস ও হাদিসের ব্যাখ্যা যে আমার বন্ধুর সাথে শত্রুতা করলো, আমি তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিলাম
আবু হুরায়রা রাদ্বিয়াল্লাহু 'আনহু বলেন, নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: “আল্লাহ তা'আলা বলেছেন, যে আমার কোনো ওলী/বন্ধুর সাথে শত্রুতা করলো, আমি তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিলাম। ফরয ইবাদাতের চেয়ে অধিক প্রিয় আর কিছুর মাধ্যমে বান্দা আমার নৈকট্য লাভ করতে পারে না। এরপর বান্দা যখন নফল...- Golam Rabby
- Thread
- হাদিসের ব্যাখ্যা
- Replies: 0
- Forum: অন্যান্য
-
প্রশ্নোত্তর আমরা জানি, মেঘের উপরে থাকে পজিটিভ চার্জ আর নীচে থাকে নেগেটিভ চার্জ। যেহেতু বিপরীতধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে। তাই এই পজিটিভ তাই এই পজিটিভ চার্জ ও
উত্তর : উক্ত হাদীসের ব্যাখ্যা এবং বিজ্ঞানের ব্যাখ্যার মধ্যে কোন বিরোধ নেই। কারণ দায়িত্বে নিয়োজিত ফেরেশতারা বিচ্ছিন্ন মেঘমালাকে একত্রিত করার জন্য আগুনের চাবুক দিয়ে আঘাত করে তখন যে চার্জ সৃষ্টি হয় তাতেই গর্জন ও আলো বিচ্ছুরিত হয়। আবার ফেরেশতারা যখন মেঘমালাকে এক স্থান থেকে অন্য স্থানে তাড়িয়ে নিয়ে...- Mahmud ibn Shahidullah
- Thread
- হাদিসের ব্যাখ্যা
- Replies: 0
- Forum: দ্বীনি প্রশ্নোত্তর
-
হাদিস ও হাদিসের ব্যাখ্যা আল্লাহর দিকে দাওয়াত দেওয়ার বিধান
আমার কথা পৌঁছিয়ে দাও, তা যদি এক আয়াতও হয়। আর বনী ইসরাঈল থেকে বর্ণনা করো। এতে কোনো দোষ নেই; কিন্তু যে কেউ ইচ্ছাকৃতভাবে আমার ওপর মিথ্যারোপ করল সে যেনো জাহান্নামে তার ঠিকানা নির্ধারিত করে নিলো। عن عبد الله بن عمرو بن العاص رضي الله عنهما : أن النبي صلى الله عليه وسلم قال: «بلغوا عني ولو آية،...- rasikulindia
- Thread
- হাদিসের ব্যাখ্যা
- Replies: 1
- Forum: অন্যান্য
-
হাদিস ও হাদিসের ব্যাখ্যা জ্ঞান অন্বেষণকারী আদব
আবূ রিফা‘আহ তামীম ইবন উসাইদ রাদিয়াল্লাহু ‘আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের নিকট গেলাম তখন তিনি খুৎবা দিচ্ছিলেন। অতঃপর আমি বললাম, ‘হে আল্লাহর রাসুল! একজন অপরিচিত মানুষ, নিজের দীন সম্পর্কে জিজ্ঞাসা করতে এসেছে, সে জানে না তার দীন কী?’ (এ কথা শুনে) আল্লাহর রাসূল সাল্লাল্লাহ...- rasikulindia
- Thread
- শিষ্টাচার হাদিসের ব্যাখ্যা
- Replies: 0
- Forum: অন্যান্য