যে-ব্যক্তি বেশি বেশি মসজিদ গমন করবে, তার নেকির পরিমাণ বৃদ্ধি পাবে এবং বিরাট প্রতিদান পাবার সৌভাগ্য অর্জন করবে। মসজিদে যাতায়াতের উদ্দেশ্যে প্রতিটি পদক্ষেপে একটি নেকি পাবে এবং একটি করে গুনাহ মোচন করা হবে।[1] অন্য বর্ণনায় রয়েছে প্রতিটি পদক্ষেপের বিনিময়ে দশটি নেকি লেখা হবে।[2] এমনকী মসজিদে যাতায়াত...