সালাফী আকিদা ও মানহাজে - Salafi Forum

Salafi Forum হচ্ছে সালাফী ও সালাফদের আকিদা, মানহাজ শিক্ষায় নিবেদিত একটি সমৃদ্ধ অনলাইন কমিউনিটি ফোরাম। জ্ঞানগর্ভ আলোচনায় নিযুক্ত হউন, সালাফী আলেমদের দিকনির্দেশনা অনুসন্ধান করুন। আপনার ইলম প্রসারিত করুন, আপনার ঈমানকে শক্তিশালী করুন এবং সালাফিদের সাথে দ্বীনি সম্পর্ক গড়ে তুলুন। বিশুদ্ধ আকিদা ও মানহাজের জ্ঞান অর্জন করতে, ও সালাফীদের দৃষ্টিভঙ্গি শেয়ার করতে এবং ঐক্য ও ভ্রাতৃত্বের চেতনাকে আলিঙ্গন করতে আজই আমাদের সাথে যোগ দিন।
Habib Bin Tofajjal

ফাযায়েলে আমল মসজিদ গমন করা

Habib Bin Tofajjal

If you're in doubt ask الله.

Forum Staff
Moderator
Generous
ilm Seeker
Uploader
Exposer
HistoryLover
Q&A Master
Salafi User
Threads
688
Comments
1,211
Solutions
17
Reactions
6,580
Credits
5,362
যে-ব্যক্তি বেশি বেশি মসজিদ গমন করবে, তার নেকির পরিমাণ বৃদ্ধি পাবে এবং বিরাট প্রতিদান পাবার সৌভাগ্য অর্জন করবে। মসজিদে যাতায়াতের উদ্দেশ্যে প্রতিটি পদক্ষেপে একটি নেকি পাবে এবং একটি করে গুনাহ মোচন করা হবে।[1] অন্য বর্ণনায় রয়েছে প্রতিটি পদক্ষেপের বিনিময়ে দশটি নেকি লেখা হবে।[2] এমনকী মসজিদে যাতায়াত কবরের আযাব থেকে ব্যক্তিকে রক্ষা করবে।[3] আর যারা রাতের অন্ধকারে মসজিদে গমন করে, কিয়ামতের দিন তাদেরকে আলো দেওয়া হবে।[4] আর জুমুআর দিনে মসজিদে গমনের ফযীলত তো অনেক বেশি। এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘যে-ব্যক্তি জুমুআর দিন গোসল করবে এবং (স্ত্রীকেও) গোসল করাবে, প্রত্যুষে ঘুম থেকে জাগবে এবং জাগাবে, জুমুআর জন্য বাহনে চড়ে নয় বরং পায়ে হেঁটে মসজিদে যাবে এবং কোনোরূপ অনর্থক কথা না বলে ইমামের নিকটে বসে খুতবা শুনবে, তার (মসজিদে যাওয়ার) প্রতিটি পদক্ষেপ সুন্নাত হিসেবে গণ্য হবে এবং প্রতিটি পদক্ষেপের বিনিময়ে সে এক বছর যাবৎ সিয়াম পালন ও রাতভর সালাত আদায়ের সমান সাওয়াব পাবে।[5]

মসজিদে গমনের এমন ফযীলতের কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি গমনের পরামর্শ প্রদান করেছেন। তিনি বলেন, ‘তোমাদেরকে কি এমন একটি আমলের কথা বলে দেব না, যার দ্বারা আল্লাহ গুনাহসমূহকে মোচন করে দেবেন এবং (জান্নাতে) তার দ্বারা মর্যাদা বৃদ্ধি করবেন? তারা বললেন, অবশ্যই, হে আল্লাহর রাসূল! তিনি বললেন, তা হচ্ছে, কষ্টকর অবস্থায় পরিপূর্ণরূপে অজু করা, অধিক মাত্রায় মসজিদে গমন করা এবং এক ওয়াক্তের সালাত আদায় করে পরবর্তী ওয়াক্তের সালাতের জন্য প্রতীক্ষা করা। আর এ হলো প্রতিরক্ষা বাহিনীর মতো কাজ। এ হলো প্রতিরক্ষা বাহিনীর মতো কাজ।[6]


[1] সহীহুত তারগীব, ২৯৯
[2] সহীহুত তারগীব, ২৯৮
[3] সহীহুত তারগীব, ৩৫৬১
[4] সুনানুত তিরমিযী, ২২৩; সুনানু আবী দাউদ, ৫৬১; সুনানু ইবন মাজাহ, ৭৮১; সহীহুত তারগীব, ৩১৫; আলবানী হাদীসটিকে সহীহ বলেছেন
[5] সুনানু আবী দাউদ, ৩৪৫; সুনানুত তিরমিযী, ৪৯৬; সুনানুন নাসায়ী, ১৩৮১; আলবানী হাদীসটিকে সহীহ বলেছেন
[6] সহীহ মুসলিম, ৬১০; সুনানুত তিরমিযী, ৫১; সুনানুন নাসায়ী, ১৪৩
 
Top