‘হৃদয়ের রোগ দুটি কারণে হয়ে থাকে, একটি হলো সন্দেহ, যার অর্থ হলো কেউ সত্যকে জানে না বা তার কাছে সত্য অস্পষ্ট হয়ে পড়ে আর দ্বিতীয়টি হলো কমানা বাসনা, এর দ্বারা উদ্দেশ্য হলো দুনিয়াবি কামনা বা কুপ্রবৃত্তি, যার মাধ্যমে ব্যক্তি সত্যকে না চেয়ে তার নিজস্ব কামনা বাসনাকে অনুসরণ করে, যদিও সে জানে যে সত্য তার...