মৃত্যুবরণ করা পর্যন্ত তাঁর শরীর স্পর্শ করলেই জ্বরের তাপ অনুভব হতো

  • Thread Author
সাহাবী উবাই ইবনে কাব (রাদিয়াল্লাহু আনহু) জ্ঞানের দিগন্তে এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন। আল্লাহভীতি, দীনদারির ময়দানেও তিনি ছিলেন অগ্রগামী ব্যক্তিত্ব এবং দুনিয়াবিমুখ ও ইবাদাতের ক্ষেত্রে তুলনাহীন সিংহপুরুষ।

একদা তিনি শুনতে পেলেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-কে প্রশ্ন করছেন, ‘ইয়া রাসূলাল্লাহ! আমরা যে বিভিন্ন রোগ-ব্যাধিতে আক্রান্ত হই, তার জন্য কি আমাদের কোনো বিনিময় রয়েছে?’

তিনি বললেন, ‘এগুলো তোমাদের গুনাহের কাফফারাস্বরূপ।’ উবাই ইবনে কাব (রাদিআল্লাহু আনহু) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকিয়ে বললেন, ‘ইয়া রাসূলাল্লাহ! যদি অসুস্থতা কম পরিমাণ হয়?’ রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) তখন বললেন, ‘একটি কাঁটাবিদ্ধ বা ততোধিক কিছু হলেও।’

এ শুনে তিনি নিজের জন্য দুআ করলেন, মৃত্যু পর্যন্ত সর্বদা যেন তার জ্বর থাকে। এবং তা যেন হজ উমরা, আল্লাহর পথে জিহাদ এবং ফরজ সালাত জামা'আতে আদায়ে প্রতিবন্ধকতা সৃষ্টি না করে।

এরপর থেকে মৃত্যুবরণ করা পর্যন্ত তাঁর শরীর স্পর্শ করলেই জ্বরের তাপ অনুভব হতো।

– সাহাবীদের আলোকিত জীবন (৩য় খন্ড), ড. আব্দুর রহমান রাফাত পাশা, সবুজপত্র পাবলিকেশন্স

বি. দ্র : সবুজপত্র পাবলিকেশন্স সালাফী প্রকাশনী নয়। সকলকে সাবধানতা অবলম্বনের অনুরোধ করছি। কোনো বিষয়ে সন্দেহ হলে সম্মানিত সালাফী আলেমদের শরণাপন্ন হোন।
 
Similar threads Most view View more
Back
Top