আবূ হুরায়রা (রাযিয়াল্লাহু আনহু) বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে লোক কোন রোগাক্রান্ত বা বিপদগ্রস্ত লোককে প্রত্যক্ষ করে বলে,
اَلْحَمْدُ لِلّٰهِ الَّذِيْ عَافَانِيْ مِمَّا ابْتَلَاكَ بِهِ وَفَضَّلَنِيْ عَلَى كَثِيْرٍ مِمَّنْ خَلَقَ تَفْضِيْلًا
উচ্চারণ : আল-হামদুলিল্লাহিল লাযী ‘আফা-নী মিম্মাব্তালা-কা বিহি ওয়া ফায্যালানী ‘আলা কাছীরিম মিম্মান খলাক্বা তাফযীলান।
অর্থ : ‘সকল প্রশংসা আল্লাহ তা‘আলার জন্য, যিনি তোমাকে যে ব্যাধিতে আক্রান্ত করেছেন, তা হতে আমাকে নিরাপদ রেখেছেন এবং তার অসংখ্য বান্দার উপর আমাকে সম্মান দান করেছেন’।
ফযীলত : যে ব্যক্তি কোন রোগাক্রান্ত বা বিপদগ্রস্ত লোককে প্রত্যক্ষ করে এ দু‘আ বলে, সে উক্ত ব্যাধিতে কখনো আক্রান্ত হবে না। (তিরমিযী, হা/৩৪৩২; সনদ ছহীহ)
اَلْحَمْدُ لِلّٰهِ الَّذِيْ عَافَانِيْ مِمَّا ابْتَلَاكَ بِهِ وَفَضَّلَنِيْ عَلَى كَثِيْرٍ مِمَّنْ خَلَقَ تَفْضِيْلًا
উচ্চারণ : আল-হামদুলিল্লাহিল লাযী ‘আফা-নী মিম্মাব্তালা-কা বিহি ওয়া ফায্যালানী ‘আলা কাছীরিম মিম্মান খলাক্বা তাফযীলান।
অর্থ : ‘সকল প্রশংসা আল্লাহ তা‘আলার জন্য, যিনি তোমাকে যে ব্যাধিতে আক্রান্ত করেছেন, তা হতে আমাকে নিরাপদ রেখেছেন এবং তার অসংখ্য বান্দার উপর আমাকে সম্মান দান করেছেন’।
ফযীলত : যে ব্যক্তি কোন রোগাক্রান্ত বা বিপদগ্রস্ত লোককে প্রত্যক্ষ করে এ দু‘আ বলে, সে উক্ত ব্যাধিতে কখনো আক্রান্ত হবে না। (তিরমিযী, হা/৩৪৩২; সনদ ছহীহ)