'যখন তোমার সামনে দুটি বিষয় আসবে, একটা দুনিয়ার আর অন্যটা আল্লাহর। তখন আল্লাহর জন্য যেটা, সেটাকে এগিয়ে রাখবে। তাহলে দুইটাই তুমি অর্জন করতে পারবে। আর যদি দুনিয়ারটাকে অগ্রাধিকার দাও, তাহলে হয়তো দুটোই হারাবে নতুবা দুনিয়ারটা পেলেও সেটাতে তোমার বরকত হবে না।'
- আবু বকর আল ফিহরী (রাহিমাহুল্লাহ)
[ইবনুল...