যে বিবাহে খরচ কম সে বিবাহে বরকত বেশী। এ হাদীছ সঠিক কি?
উত্তর : উক্ত মর্মে বর্ণিত হাদীছটি যঈফ
(বায়হাক্বী শো‘আব হা/৬১৪৬; মিশকাত হা/৩০৯৭; যঈফাহ হা/১১১৭-এর আলোচনা দ্রষ্টব্য)।
তবে যে নারীর বিবাহের মোহর কম, সে বিবাহ বরকতপূর্ণ মর্মে হাদীছ বর্ণিত হয়েছে
(আহমাদ হা/২৪৫২২; ইরওয়া হা/১৯২৮, সনদ হাসান)।...