তাকওয়া
-
অন্যান্য মুমিন ব্যক্তির দুই ধরনের জান্নাত
আল্লাহর সন্তুষ্টির জন্য যদি বান্দা নিজ খেয়াল-খুশি ও প্রবৃত্তির অনুসরণ ত্যাগ করে, তবে তা আল্লাহর শাস্তি থেকে নাজাত এবং তাঁর রহমত লাভের পথ উন্মোচন করে। কিন্তু আল্লাহর ধনভান্ডার, নেকির গুপ্ত ভান্ডার এবং তাঁর সান্নিধ্যে অন্তরের প্রশান্তি, আনন্দ ও ভালোবাসা পাওয়া যায়-এসব কখনোই সেই অন্তরে প্রবেশ করে...- Golam Rabby
- Thread
- আল্লাহ ভিরুতা তাকওয়া
- Replies: 0
- Forum: অন্যান্য
-
কাহিনি কবরের মধ্যে যদি তুমি আমাকে দেখতে পেতে তবে তোমার কি অবস্থা হত!
মদীনার ইমাম ও বিচারপতি সালামা ইবনে দিনার (রহ:) বলেন: 'আমি গেলাম খলীফাতুল মুসলিমীন উমর ইবনে আবদুল আযীযের সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে। দীর্ঘকাল আমাদের সাক্ষাৎ নেই। এর মাঝে আমাদের বয়স বেড়ে বেড়ে বার্ধক্য এসে পৌঁছেছে। বাড়ির সদরেই তাঁকে দেখতে পেলাম। প্রথম দৃষ্টিতে আমি নিশ্চিত হতে পারলাম না যে, মদীনার...- Golam Rabby
- Thread
- কবর তাকওয়া সালাফ
- Replies: 0
- Forum: সালফে-সালেহীন
-
সেখানে ইখলাছ থাকতে পারে না!
ইমাম ইবনুল কাইয়্যিম (রহ:) বলেছেন : ‘আগুন ও পানি এবং মাছ ও সাপ যেমন এক জায়গায় থাকতে পারে না, তেমনই যে অন্তরে প্রশংসার মোহ এবং মাল ও মর্যাদার লোভ-লালসা থাকে, সেখানে ইখলাছ থাকতে পারে না। তুমি যদি ইখলাছ অর্জন করতে চাও, তাহলে প্রথমত লোভ-লালসাকে নৈরাশ্যের চাকু দিয়ে যবেহ করে ফেলো। দুনিয়াপ্রেমী যেভাবে...- Golam Rabby
- Thread
- ইখলাস তাকওয়া রিয়া
- Replies: 0
- Forum: সালাফ কথন
-
অন্যান্য তাক্বওয়া সফলতা লাভের মাধ্যম
মহান আল্লাহ বলেন, ‘আর আল্লাহকে ভয় কর, যাতে তোমরা সফলকাম হতে পার’। (বাক্বারাহ, ২/১৮৯) অন্য আয়াতে মহান আল্লাহ বলেন, ‘হে বিশ্বাসীগণ! তোমরা ধৈর্যধারণ কর ও ধৈর্যের প্রতিযোগিতা কর এবং সদা প্রস্তুত থাক। আর আল্লাহকে ভয় কর, যাতে তোমরা সফলকাম হতে পার’। (আলে ইমরান, ৩/২০০) আল্লাহ আরো বলেন, ‘অতএব হে...- Golam Rabby
- Thread
- আল্লাহ ভিরুতা তাকওয়া
- Replies: 0
- Forum: অন্যান্য
-
অন্যান্য মুত্তাকিকে আল্লাহ ভালোবাসেন, সাথে ফেরেশতা ও মানুষও তাকে ভালোবাসে
আল্লাহ তাআলা বলেন: 'তবে হ্যাঁ, যে ব্যক্তি নিজের ওয়াদা পূর্ণ করে এবং আল্লাহকে ভয় করে চলে; নিশ্চয় আল্লাহ (এই ধরনের) মুত্তাকিদের ভালোবাসেন।' [সূরা আল ইমরান, আয়াত : ৭৬] যখন আল্লাহ তাআলা মুত্তাকিকে ভালোবাসেন, তিনি জিবরাইল (আ.)-কে ডেকে তাঁর ভালোবাসার কথা জানান, যেন জিবরাইল (আ.) তাকে ভালোবাসেন। এভাবে...- Golam Rabby
- Thread
- আল্লাহ ভিরুতা তাকওয়া
- Replies: 0
- Forum: অন্যান্য
-
জনৈক ব্যক্তিকে ওমর (রা:) এর উপদেশ
ওমর ইবনুল খাত্ত্বাব (রাঃ) এক ব্যক্তিকে উপদেশ দিতে গিয়ে বলেন, ‘তুমি অনর্থক কোন কিছুতে জড়াবে না। তোমার শত্রুকে এড়িয়ে চলবে। বিশ্বস্ত ব্যক্তি ছাড়া কাউকে বন্ধু বানানোর ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবে। আর তাক্বওয়াশীল ছাড়া কেউই বিশ্বস্ত নয়। তুমি পাপিষ্ঠ ব্যক্তির সাথে চলাফেরা করবে না। অন্যথা সে তোমাকে...- Golam Rabby
- Thread
- গুনাহ তাকওয়া মিত্রতা ও বৈরিতা
- Replies: 0
- Forum: নাসীহাহ
-
তাক্বওয়ার পরিচয় - আলী (রা:)
আলী ইবনু আবী ত্বালেব (রাঃ) তাক্বওয়ার পরিচয় দিতে গিয়ে বলেন, ‘তাক্বওয়া হল- মহান আল্লাহকে ভয় করে চলা, কুরআন অনুযায়ী আমল করা, অল্পে তুষ্ট থাকা এবং মৃত্যুর দিনের জন্য সদা প্রস্তুত থাকা’। [শানক্বীত্বী, লাওয়ামি‘উদ দুরার, পৃঃ ১১০; কাওছারুল মা‘আনী আদ-দারারী, পৃঃ ৪০১; সুবুলুল হুদা ওয়ার রাশাদ, পৃঃ ৪২১]- Golam Rabby
- Thread
- আল্লাহ ভিরুতা তাকওয়া যুহুদ
- Replies: 0
- Forum: সালাফ কথন
-
তাক্বওয়া তিনটি বিষয়ের উপর নির্ভরশীল
ইমাম আব্দুল্লাহ ইবনুল মুবারক বলেন, দাঊদ (আঃ) তাঁর পুত্র সুলায়মান (আঃ)-কে উপদেশ দিয়ে বলেন, একজন ব্যক্তির তাক্বওয়া তিনটি বিষয়ের উপর নির্ভরশীল। যথা- বিপদের সময় আল্লাহর প্রতি যথাযথ ভরসা রাখা, সর্বাবস্থায় তাক্বদীরের প্রতি সন্তুষ্ট থাকা এবং যা সে হারিয়েছে তার প্রতি অনাসক্তি বোধ করা। [তাওহীদের ডাক...- Golam Rabby
- Thread
- তাকওয়া তাকদীর
- Replies: 1
- Forum: সালাফ কথন
-
জাহেলরাই আত্মমুগ্ধ ও আত্মতৃপ্ত হয়
আলী বিন আবী ত্বালিব (রা:) বলেছেন, 'আত্মমুগ্ধতা সঠিকতার বিপরীত এবং জ্ঞানিগণের আপদ।' [আদাবুদ দীন ওয়াদ-দুয়্যা, ২৩৭ পৃঃ] আবুদ দার্দা (রা:) বলেছেন, 'জাহেলের আলামত হল তিনটি : আত্মমুগ্ধতা, অযথা কথা বলা এবং সেই জিনিস থেকে অপরকে নিষেধ করা, যা সে নিজে করে।' [জামেউ বায়ানিল ইল্ম, ১/১৪৩ পৃঃ] মাসরূক (রহ:)...- Golam Rabby
- Thread
- ইলম জাহালাত তাকওয়া
- Replies: 0
- Forum: সালাফ কথন
-
রিয়াকারীর নিদর্শন চারটি
আলী ইবনে আবী ত্বালেব (রাঃ) বলেন, ‘রিয়াকারীর নিদর্শন চারটি- (১) লোক চক্ষুর অন্তরালে সৎকাজে অলসতা-অবহেলা করে। (২) মানুষের সামনে আগ্রহ ও উদ্যমের সাথে আমল করে। (৩) তার প্রশংসা করা হলে আমলের গতি বাড়িয়ে দেয়। আবার (৪) তার নিন্দা করা হলে আমলের পরিমাণ কমিয়ে দেয়’। [আবুল লায়েছ সামারকান্দী, তাম্বীহুল...- Golam Rabby
- Thread
- ইখলাস তাকওয়া রিয়া
- Replies: 0
- Forum: সালাফ কথন
-
দ্বীনের উত্তম কথা হল চারটি - ইমাম শাফেঈ
ইমাম শাফেঈ (রাহিমাহুল্লাহ) বলেন, عُمْدَةُ الدِّينِ عِنْدَنَا كَلِمَاتٌ + أَرْبَعٌ قَالَهُنَّ خَيْرُ الْبَرِيَّةْ اتَّقِ السَّيِّئَاتِ، وَازْهَدْ، وَدَعْ مَا + لَيْسَ يَعْنِيكَ، وَاعْمَلَنَّ بِنِيَّةْ আমাদের নিকট দ্বীনের উত্তম কথা হল চারটি। যা বলেছেন সৃষ্টির সেরা ব্যক্তি অর্থাৎ রাসূল (ছাঃ) ...- Golam Rabby
- Thread
- তাকওয়া নেক আমল পরহেজগারিতা
- Replies: 0
- Forum: সালাফ কথন
-
কাহিনি তাওরাত, যাবুর, ইনজীল ও আল কুরআনের সার কথা
আবদুল্লাহ আশ-শামী নামক এক ব্যক্তি বর্ণনা করেছেন। আমি (তাবিয়ী) তাউস ইবন কায়সানের নিকট থেকে কিছু শেখার জন্য তাঁর গৃহে গেলাম। আমি তাঁকে চিনতাম না। দরজায় টোকা দিতে একজন অতি বৃদ্ধ ব্যক্তি বেরিয়ে এলেন। আমি তাঁকে সালাম দিয়ে বললাম আপনিই কি তাউস ইবন কায়সান? বললেন না, আমি তাঁর ছেলে। বললাম আপনি যদি তাঁর...- Golam Rabby
- Thread
- আল্লাহ ভিরুতা তাকওয়া নাসীহাহ
- Replies: 0
- Forum: সালফে-সালেহীন
-
হিদায়াতের উপরে আরেকটি হিদায়াত আছে
‘হিদায়াতের কোনো শেষ নেই, বান্দা এতে যতদূরই পৌঁছাক না কেন। তার হিদায়াতের উপরে আরেকটি হিদায়াত আছে, এবং তার উপরে আরেকটি হিদায়াত আছে, যার কোনো শেষ নেই। বান্দা যখনই তার রবকে ভয় করে, সে আরেকটি হিদায়াতের স্তরে উন্নীত হয়। সুতরাং সে যতক্ষণ তাকওয়া বৃদ্ধি করতে থাকে, ততক্ষণ তার হিদায়াতও বাড়তে...- Golam Rabby
- Thread
- তাকওয়া হিদায়াত
- Replies: 0
- Forum: সালাফ কথন
-
কাহিনি তাবিয়ী 'আমির ইবন 'আবদিল্লাহর জীবনের একটি ঘটনা
বসরার জনৈক ব্যক্তি তাবিয়ী 'আমির ইবন 'আবদিল্লাহর জীবনের একটি ঘটনা এভাবে বর্ণনা করেছেন- একবার আমি একটি কাফেলার সাথে, যার মধ্যে 'আমির ইবন 'আবদিল্লাহও ছিলেন, ভ্রমণ করছিলাম। সারা দিন চলার পর যখন রাত হয়ে গেল তখন একটি জলাশয়ের পাশে জঙ্গলের মধ্যে যাত্রাবিরতি করলাম। 'আমির তাঁর জিনিসপত্র গুছিয়ে ঘোড়াটিকে...- Golam Rabby
- Thread
- তাকওয়া পরহেজগারিতা সালাফ
- Replies: 0
- Forum: সালফে-সালেহীন
-
কাহিনি ইমাম ইবনুল মুবারাকের আল্লাহর পথে ফিরে আসা
যুবক বয়সে ইমাম আব্দুল্লাহ ইবনুল মুবারাক (রাহিমাহুল্লাহ) একটি মেয়ের প্রেমে পড়েন। মেয়েটিও তাকে হৃদয় উজাড় করে ভালোবাসে। দিনদিন তাদের ভালোবাসা গভীর থেকে গভীরতর হতে থাকে। সীমাহীন অস্থিরতার মধ্য দিয়ে তাদের দিনগুলো কেটে যায়। এরই মাঝে শীতের এক রাতে তারা পত্রবিনিময় করে। রাত জেগে নিজেদের প্রেমানুভূতি...- Golam Rabby
- Thread
- তাওবাহ তাকওয়া প্রেম ভালোবাসা
- Replies: 0
- Forum: সালফে-সালেহীন
-
তাকওয়াবানদের ধ্বংস হয়ে যাওয়ার জন্য সৃষ্টি করা হয়নি
বিলাল বিন সাদ (রাহিমাহুল্লাহ) বলেন, “হে তাকওয়াবান লোকেরা, তোমাদের ধ্বংস হয়ে যাওয়ার জন্য সৃষ্টি করা হয়নি; বরং তোমরা এক পর্যায় থেকে আরেক পর্যায়ে স্থানান্তরিত হওয়ার জন্য এসেছ। তোমরা (তোমাদের পিতার) শুক্রাণু থেকে মায়ের গর্ভে এসেছ, তারপর মায়ের গর্ভ থেকে এই দুনিয়ার জীবনে এসেছ। এই দুনিয়া থেকে তোমরা...- Golam Rabby
- Thread
- আখিরাত তাকওয়া দুনিয়া
- Replies: 0
- Forum: সালাফ কথন
-
রিযিক লাভের দু'টি চাবি
ইমাম ইবনুল কাইয়্যিম (রাহিমাহুল্লাহ) বলেন, ‘রিযিক লাভের চাবিকাঠি হলো- ১) ক্ষমাপ্রার্থনা, ২) আল্লাহভীতির মাধ্যমে প্রচেষ্টা চালানো।’ – ইবনুল কাইয়্যিম, হাদিয়ুল আরওয়াহ, পৃ. ৬৯- Golam Rabby
- Thread
- তাওবাহ তাকওয়া রিযিক
- Replies: 0
- Forum: সালাফ কথন
-
ইমাম সুফিয়ান কর্তৃক সন্দেহযুক্ত মুদ্রা বর্জন
বর্ণিত আছে- মক্কায় অবস্থানকালে একবার তিনি মুদ্রা ব্যবসায়ীর কাছে যান স্বর্ণমুদ্রার বিনিময়ে রৌপ্যমুদ্রা গ্রহণ করতে। ব্যবসায়ীকে একটি মুদ্রা দিতে গিয়ে আরেকটি মুদ্রা তার হাত থেকে মাটিতে পড়ে যায়। তিনি সেটা খুঁজতে গিয়ে দেখেন, সেখানে আরেকটি মুদ্রা পড়ে আছে। ব্যবসায়ী তাকে বলেন, 'আপনার মুদ্রাটি তুলে...- Golam Rabby
- Thread
- তাকওয়া পরহেজগারিতা লেনদেন
- Replies: 0
- Forum: সালফে-সালেহীন
-
ইমাম সুফিয়ানের আখিরাতের ভয়
ইমাম সুফিয়ান আস-সাওরির সহোদর ভাই মুবারক ইবনু সাইদ বলেন, একবার একটি মুদ্রার থলে নিয়ে এক ব্যক্তি সুফিয়ানের কাছে এলো। এই ব্যক্তির পিতা সুফিয়ানের অন্তরঙ্গ বন্ধু ছিলেন। তাদের পরস্পরের মাঝে যথেষ্ট আন্তরিকতা ও দেখা-সাক্ষাৎ ছিল। লোকটি সুফিয়ানকে বলল, 'আবু আব্দিল্লাহ, আমার পিতা সম্পর্কে কিছু বলেন, তিনি...- Golam Rabby
- Thread
- তাকওয়া ধন-সম্পদ পরহেজগারিতা
- Replies: 0
- Forum: সালফে-সালেহীন
-
কিয়ামতের দিন সংগত কারণে তোমাকেও উপস্থিত করা হবে
একবার এক দরবারি লিপিকারকে লক্ষ্য করে ইমাম সুফিয়ান আস সাওরী (রাহিমাহুল্লাহ) বলেন- তুমি কিছুদিন অমুক গভর্নরের লিপিকার ছিলে। সে পদচ্যুত হলে আরেকজন ক্ষমতায় আসে। তুমি তারও লিপিকার ছিলে। সেও যখন পদচ্যুত হয় এবং আরেকজন ক্ষমতায় আসে, তুমি তারও লিপিকার নিযুক্ত হও। কিয়ামতের দিন তোমার মতো লোকের দশা হবে সবার...- Golam Rabby
- Thread
- তাকওয়া রিযিক শাসক
- Replies: 0
- Forum: সালফে-সালেহীন