একদা খলীফা উমার (রাদিআল্লাহু আনহু) রাত্রিবেলায় ছদ্মবেশে শহরে ঘুরছিলেন। এক ঘর থেকে মা-বেটির আওয়াজ তাঁর কানে এল, মা মেয়েকে বলছে, ‘দুধে পানি দিয়ে দে, বেশী হবে।’ মেয়ে বলছে, ‘আমীরুল মু'মিনীন এক ঘোষক দ্বারা ঘোষণা করিয়েছেন যে, দুধে পানি মিশানো যাবে না।’ মা বলছে, ‘এখানে না তোকে উমার দেখতে পাবে, আর না...