Knowledge Sharer
ilm Seeker
HistoryLover
Q&A Master
Salafi User
- Joined
- Jan 3, 2023
- Threads
- 1,016
- Comments
- 1,202
- Solutions
- 1
- Reactions
- 11,110
- Thread Author
- #1
একদা খলীফা উমার (রাদিআল্লাহু আনহু) অথবা ইবনে উমার (রাযিয়াল্লাহু আনহুমা) মক্কার পথে ছিলেন। এক জায়গায় রাত কাটাতে নামলে এক রাখাল তাঁর কাছে আসে। তিনি তার কাছে একটি ছাগল কিনতে চান। রাখালটি বলে, ‘এ ছাগল তো আর আমার নয়। মালিকের অনুমতি ছাড়া কেমন করে বেচি?’ (তাকে পরীক্ষার জন্য) তিনি বললেন, ‘তুমি তোমার মালিককে বলো, নেকড়েতে খেয়ে ফেলেছে।’
রাখালটি বলল, ‘আর আল্লাহ কোথায়?’
খলীফা উমার (রাদিআল্লাহু আনহু) রাখালের কথা শুনে কেঁদে ফেললেন এবং বললেন, ‘(তা বটে) আল্লাহ কোথায়?’ অতঃপর রাখালটির আমানতদারি দেখে তিনি তাকে ক্রয় করে স্বাধীন করে দিলেন।
— সিয়ারু আলামিন নুবালা : ৩/২১৬
— করুণাময়ের করুণাপ্রাপ্ত, শাইখ আব্দুল হামীদ ফাইজী আল মাদানী, ওয়াহিদীয়া ইসলামিয়া লাইব্রেরি
রাখালটি বলল, ‘আর আল্লাহ কোথায়?’
খলীফা উমার (রাদিআল্লাহু আনহু) রাখালের কথা শুনে কেঁদে ফেললেন এবং বললেন, ‘(তা বটে) আল্লাহ কোথায়?’ অতঃপর রাখালটির আমানতদারি দেখে তিনি তাকে ক্রয় করে স্বাধীন করে দিলেন।
— সিয়ারু আলামিন নুবালা : ৩/২১৬
— করুণাময়ের করুণাপ্রাপ্ত, শাইখ আব্দুল হামীদ ফাইজী আল মাদানী, ওয়াহিদীয়া ইসলামিয়া লাইব্রেরি