আবু মুসআব বলেন, 'ইমাম মালিক নফল ও সুন্নাহ সালাতে রুকু-সিজদা দীর্ঘ করতেন। কিয়ামে এতটাই স্থির হয়ে দাঁড়াতেন যে, দেখে মনে হতো, শুকনো গাছ অসাড় হয়ে দাঁড়িয়ে আছে। অত্যধিক সালাত আদায়ের কারণে অনেক সময় তাকে বেশ ক্লান্ত মনে হতো। তখন সালাত একটু সংক্ষিপ্ত করার অনুরোধ করা হলে তিনি বলতেন, আল্লাহর উদ্দেশ্যে কোনো...