মন দিয়ে নামাজ পড়ার উপায় - PDF

মন দিয়ে নামাজ পড়ার উপায় - PDF শাইখ আব্দুর রহমান বিন মুবারক আলী

Author
শাইখ আব্দুর রহমান বিন মুবারক আলী
Editor
ইমাম হোসাইন কামরুল
Publisher
ইমাম পাবলিকেশন্স
ইসলামের মূল পাঁচটি স্তম্ভের মধ্যে ঈমানের পরেই নামাযের স্থান । আর নামায আল্লাহর স্মরণেই আদায় করতে হয় । সূরা ত্বা-হার ১৪ নং আয়াতে আল্লাহ তা’আলা বলেন, “আমার স্মরণেই নামায কায়েম কর।” কিন্তু নামাযে দাঁড়ালে মন এদিক সেদিক চলে যায় এবং নানা বিষয় মনে পড়তে থাকে। এটা নামাযীদের একটি স্থায়ী সমস্যা। বহু চেষ্টা ও অনুসন্ধানের পর বিভিন্ন কিতাবাদিতে এ বিষয়ে যেসব আলােচনা পেয়েছি তার সারাংশ বাংলাভাষায় পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। মনােযােগ দিয়ে নামায আদায়ের ক্ষেত্রে বইটি যথেষ্ট সহায়ক হবে । ইনশা-আল্লাহ!

Latest reviews

  • Ikhtiar
  • 5.00 star(s)
  • Version: শাইখ আব্দুর রহমান বিন মুবারক আলী
সমস্ত প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লার জন্য।সালাত ও সালাম অবতীর্ণ হোক প্রিয়নবী খাতামুন নাবিয়্যিন,ইমামুল মুরসালিন, রাহমাতাল্লিল আ'লামিন মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাঃ এর উপর।মহান আল্লাহ কুরআন মাজীদে বলেন-নিশ্চয়ই সালাত অন্যায় ও অশ্লীল কাজ হতে দূরে রাখে"।এজন্য সালাত আদায় করতে হবে মনোযোগ সহকারে,আল্লাহর প্রতি ভয় ও আশা নিয়ে।সালাত হল ইমান আনার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত।যে ব্যক্তি সালাতে আনন্দ পায় না তার জন্য সালাত আদায় করা কষ্টকর হয়ে পড়ে।এজন্য সালাতে আমরা কি পড়ি তার অর্থ জানা খুবই গুরুত্বপূর্ণ। মহান আল্লাহ আমাদের সালাতসমূহ কবুল করুন। আমিন
Similar resources Most view View more
Back
Top