প্রখ্যাত সাহাবী আবু দারদা (রাদিআল্লাহু আনহু) বলেন:
“তাকওয়ার পূর্ণতা হলো, মুমিন অণু পরিমাণ গুনাহ করতে গিয়েও আপন রবের ভয়ে তা থেকে বিরত থাকবে। এমনকি সে হারামে লিপ্ত হয়ে যায় কি না, সে ভয়ে সংশ্লিষ্ট বৈধ কাজ থেকেও বিরত থাকবে।”
— আয যুহদ, ইবনুল মুবারক : ১/১৯