সালাফী আকিদা ও মানহাজে - Salafi Forum

Salafi Forum হচ্ছে সালাফী ও সালাফদের আকিদা, মানহাজ শিক্ষায় নিবেদিত একটি সমৃদ্ধ অনলাইন কমিউনিটি ফোরাম। জ্ঞানগর্ভ আলোচনায় নিযুক্ত হউন, সালাফী আলেমদের দিকনির্দেশনা অনুসন্ধান করুন। আপনার ইলম প্রসারিত করুন, আপনার ঈমানকে শক্তিশালী করুন এবং সালাফিদের সাথে দ্বীনি সম্পর্ক গড়ে তুলুন। বিশুদ্ধ আকিদা ও মানহাজের জ্ঞান অর্জন করতে, ও সালাফীদের দৃষ্টিভঙ্গি শেয়ার করতে এবং ঐক্য ও ভ্রাতৃত্বের চেতনাকে আলিঙ্গন করতে আজই আমাদের সাথে যোগ দিন।
কম হাসো বেশি কাঁদো - PDF

নন সালাফি কম হাসো বেশি কাঁদো - PDF অধ্যাপক মুজিবুর রহমান

কম হাসো বেশি কাঁদো - PDF
মানুষের জীবনে হাসি কান্না একটা স্বাভাবিক ব্যাপার। মানুষ দুঃখ পেলে কাঁদে, আনন্দ পেলে হাসে। চিকিত্সা শাস্ত্র মতে মানুষের জন্য দুটোই প্রয়ােজন আছে। শুধু আনন্দ হাসি এবং শুধু দুঃখ কান্না কোন জীবন হতে পারে না। আল্লাহ তায়ালা মানুষকে এমনভাবে সৃষ্টি করেছেন যে, হাসি কান্নার সমন্বয় নিয়েই জীবন। নবী রাসুলগণ মানুষ ছিলেন। তাদের জীবনে হাসি কান্না ছিল। সাহাবায়ে কিরাম ( রাঃ ) গণের জীবনেও হাসি কান্না লক্ষ্য করা যায়। তাই হাসি-কান্না একটা স্বাভাবিক ব্যাপার।
আল কুরআনে হাসির চেয়ে কান্নার পরিমাণ বেশী হবার-তথ্য পাওয়া যায়। কারণ দুনিয়ার সামান্য কয়েকদিনের জীবনে গােনাহ খাতাগুলাে দূর করার জন্য কান্নার পরিমাণ বেশী করতে হবে। সুরা-তওবা ৮২ নম্বর আয়াতে বলা হয়েছে তাদের উচিৎ কম হাসা ও বেশী কাঁদা। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, আমি যা জানি তা যদি তােমরা জানতে তা হলে কম হাসতে, বেশী কাঁদতে। বিশেষ করে জলীলুল কদর সাহাবীদের জীবন অনুসন্ধান করে দেখলে দেখা যায়, তারা রাতের বেলায় চোখের পানি ফেলে কাঁদতেন, রাতে তারা খুব কমই ঘুমাতেন। এমনকি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বক্তব্য শুনে উপস্থিত ক্ষেত্রেই ফুপিয়ে ফুপিয়ে কাঁদতেন। আখেরাতের ভয়াবহ শাস্তির চিত্র তাদেরকে তা থেকে বাঁচার জন্য সব সময় ব্যস্ত রাখত। কুরআন মাজিদের বর্ণনা অনুযায়ী তাদের পিঠগুলাে তাদের বিছানা থেকে আলাদা থাকত। আজও ইসলামী আন্দোলনের দায়িত্বশীলদের জীবন চিত্র পর্যালােচনা করলে দেখা যায় তাদের হাসির চেয়ে কান্নার পরিমাণ বেশী। আর হাসলেও হাে হাে করে না হেসে মুচকি হাসা উচিত। কারন এটাই সুন্নাত। তাই আমাদেরও সংক্ষিপ্ত জীবনের বাকী দিনগুলােতে হাসির চেয়ে কান্নার পরিমাণ বৃদ্ধি করে অনেক দিনের লম্বা জীবন আখেরাতের জীবনকে সুখময় করে গড়ে তুলতে হবে।
Total Threads
13,348Threads
Total Messages
17,188Comments
Total Members
3,677Members
Latest Messages
Tanvir Bin MofirulLatest member
Top