অতঃপর, দুই ইমাম দ্বারা সংকলিত কিতাবে (ছহীহ বুখারী ও ছহীহ মুসলিম) আহকাম বা বিধিবিধান সংবলিত হাদীছগুলো সংক্ষিপ্তভাবে একত্রিত করার জন্যে কিছু ভাই আমাকে পরামর্শ দিয়েছেন। সেই দুই ইমাম হলেন,
১. আবু আব্দিল্লাহ মুহাম্মাদ ইবনে ইসমাঈল ইবনে ইবরাহীম আল বুখারী
২. মুসলিম ইবনুল হাজ্জাজ ইবনে মুসলিম আল কুশাইরী আন নাসাপুরী
তাই এই পরামর্শে আমি কিতাবটি সংকলন করলাম যাতে এটি থেকে উপকৃত হওয়া যায়। আল্লাহ তা'আলার কাছে দু'আ করি, এই কিতাবের লেখক, যিনি এই কিতাব শুনবেন অথবা পড়বেন অথবা মুখস্থ করবেন সকলেই যেন এই...