প্রতিটি মুসলিমের ফাযীলাতপূর্ণ ‘আমলের প্রতি বিশেষ আকর্ষণ রয়েছে। কারণ ফাযায়িলে আ'মাল হচ্ছে এমন উত্তম ও উপকারী কার্যাবলী, যার সফলতা ও পুরস্কারের কথা স্বয়ং আল্লাহ ও তাঁর রাসূল (সাঃ) ঘোষনা করেছেন। যেহেতু বান্দাকে সাওয়াব প্রদান একমাত্র আল্লাহ রব্বুল ‘আলামীনেরই কাজ তাই ওয়াহী ভিত্তিক দলীল ব্যতীত অর্থাৎ কুরআন ও সহীহ হাদীস ছাড়া এ বিষয়ে কারোর কোন মনগড়া উক্তি বা কিচ্ছা-কাহিনী গ্রহনযোগ্য নয়। কারণ ইসলাম বিশুদ্ধ দলীল প্রমাণ ভিত্তিক নিখুঁত দ্বীন, যার কোন বিষয়েই সংশয়ের অবকাশ নেই।
ফাযায়েল ও...