সহীহ হাদিসের প্রতি আমল করার সর্বোচ্চ চেষ্টা থাকা উচিত আমাদের সকলের।আমাদের সমাজে অনেক মানুষকেই দেখা যায় যারা সহীহ হাদিস বাদ দিয়ে যইফ হাদিসের উপর আমল করে এবং সেই যইফ হাদিসকেই সুন্নাহ প্রমাণ করার নানা অপচেষ্টা করে থাকে।মহান আল্লাহ ওদের হেদায়াত দান করুন।আরেক দল আছে যারা সহীহ হাদিস পেলেই বলে এই হাদিস মানসুখ হয়ে গেছে,অথচ মানসূখ হওয়ার দলিল দিতে বললে ওরা কিছু বিচ্ছিন্ন কথা-বার্তা নিয়ে আসে।এই দুই দলই হাদিসকে বাদ দিয়ে নিজেদের মাযহাব টিকাতে ব্যস্ত।