সংশয়বাদী , শুনেই অনেকে হয়তো ভাবছেন স্রষ্টায় অবিশ্বাসী কাউকে বুঝানো হচ্ছে । কিন্তু না , এখানে স্রষ্টায় অবিশ্বাস করে এমন কাউকে বুঝানো হয়নি ! বরং ওই সকল মুসলমানকে বুঝানো হয়েছে , যারা পাশ্চাত্য নিয়ে সংশয় প্রকাশ করেন এবং সেই সংশয়ের পক্ষে দলিল – প্রমাণ উপস্থাপন করেন ।
বর্তমানে নাস্তিক্যবাদ , পাশ্চাত্যবাদ মোকাবেলার কৈফিয়তমূলক যে ট্রেন্ড চালু হয়েছে “ সংশয়বাদী ” বইয়ের লেখক সে দিকে চালিত হননি । বরং তিনি পাশ্চাত্যের বিশ্বাস , জীবনবোধ , কালচার নিয়েই প্রশ্ন তুলেছেন । শুধু কি প্রশ্ন তুলেই ক্ষান্ত দিয়েছেন ? না , সেই সাথে সংশয়ের পক্ষে দলিল – প্রমাণও উপস্থাপন করেছেন । এজন্যই বইয়ের নাম রাখা হয়েছে ” সংশয়বাদী ”
বর্তমানে নাস্তিক্যবাদ , পাশ্চাত্যবাদ মোকাবেলার কৈফিয়তমূলক যে ট্রেন্ড চালু হয়েছে “ সংশয়বাদী ” বইয়ের লেখক সে দিকে চালিত হননি । বরং তিনি পাশ্চাত্যের বিশ্বাস , জীবনবোধ , কালচার নিয়েই প্রশ্ন তুলেছেন । শুধু কি প্রশ্ন তুলেই ক্ষান্ত দিয়েছেন ? না , সেই সাথে সংশয়ের পক্ষে দলিল – প্রমাণও উপস্থাপন করেছেন । এজন্যই বইয়ের নাম রাখা হয়েছে ” সংশয়বাদী ”