• বইটিতে আকিদা ও মানহাজগত ত্রুটি থাকতে পারে। তাই ⚠️ বইটি সাধারণ পাঠকদের জন্য নয় বরং বিশেষ প্রয়োজনে রদ ও গবেষণার জন্য ইন্টারনেট থেকে সংগ্রহ করে দেওয়া হয়েছে।বইটির PDF কি অনুমোদিত/কপিরাইট মুক্ত?

আল ফিতান ওয়াল মালাহিম–১ম খণ্ড - PDF

আল ফিতান ওয়াল মালাহিম–১ম খণ্ড - PDF আল্লামা ইবনে কাছীর (রাহি.)

Author
আল্লামা ইবনে কাছীর (রাহি.)
Translator
আহমাদ রিফআত
Editor
সাইফুল্লাহ আল মাহমুদ
Publisher
আর রিহাব পাবলিকেশন
আখেরী জামানার ফিতনাগুলো এত ভয়াবহ ও ঈমান বিধ্বংসী যে, লোকেরা দিনের শুরুতে মুসলিম থাকবে, কিন্তু দিনশেষে সে হয়ে যাবে কাফির। নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন—‘আধাঁর রাতের মতো ফিতনাহ আসার পূর্বেই তোমরা সৎ আমলের দিকে ধাবিত হও। সে সময় সকালে একজন মুমিন হলে বিকালে কাফির হয়ে যাবে। বিকেলে মুমিন হলে সকালে কাফির হয়ে যাবে। দুনিয়ার সামগ্রীর বিনিময়ে সে তার দ্বীনকে বিক্রি করে দিবে।’ [সহিহ মুসলিম, হাদিস নং—২১৩] তাই যুগের ফিতনা সম্পর্কে আমাদের জানা কর্তব্য। যদি কেউ ফিতনা সম্পর্কেই না জানে, তাহলে সে কীভাবে নিজেকে ফিতনা থেকে বাঁচাবে? কীভাবে সে তার পরিবার-পরিজন, সমাজ, রাষ্ট্রকে বাচাঁবে? সুতরাং ফিতনা সম্পর্কে জানুন এওবং সতর্ক হোন। ফিতনার যাবতীয় বিষয়গুলো জানতে ও ফিতনার যুগে আমাদের করণীয় জানাতে বিখ্যাত মুফাসসির ইমাম ইবনু কাসির রাহিমাহুল্লাহু রচনা করেছেন—‘আন নিহায়া ফিল ফিতান ওয়াল মালাহিম’। এ গ্রন্থটির অধিকাংশ হাদিস ও বর্ণনা বুখারি, মুসলিম এবং সিহাহে সিত্তা থেকে চয়ন করা হয়েছে। তারই ভাষান্তরিত রূপ হলো—‘আল ফিতান ওয়াল মালাহিম।’
Similar resources Most view View more
Back
Top