- Publisher
- তাওহীদ পাবলিকেশন্স
সহীহ দলীলকে ভিত্তি করে রমযানের ফাযায়েল ও রোযার মাসায়েল প্রসঙ্গে বহু লিখা পড়ে এবং বক্তৃতা শুনে ও করে মনে মনে নিজে কিছু লিখার প্রেরণা জাগে। হক জেনে তা পৌঁছে দেওয়ার দায়িত্ব প্রত্যেক মুসলিমের। সেই তাকীদেই এবং বিশেষ করে আল-মাজমাআহ দাওয়াত অফিসের বিশেষ উৎসাহে আমি এ বিষয়ে লিখতে শুরু করি আরবীতে। কথা আছে এ বই অনূদিত হবে বিভিন্ন ভাষায়। আল্লাহ যেন সেই তওফীক দেন। আমীন।
দীর্ঘ তিন বছর যাবৎ আরবীর লেপ মুড়ো দিয়ে ঘুমিয়ে থাকার পর এক্ষণে তাকে জাগিয়ে বাংলার লেবাস পরাই আমার স্বভাষী বাঙালী ভাই-বোনদের জন্য। রোযার ও রমযানের মত একটি মহান উৎসাহ ও উদ্দীপনা তথা আনন্দ-মুখর মৌসমকে ঘিরে যে সকল জানা ও মানার কথা এতে পরিবেশিত হয়েছে, আশা করি তা সকল মুসলিমের জানা প্রয়োজন৷ হয়তো বা নতুন কথা কিছু নয়, তবে অনেক কথা জানার আছে, মানার আছে। যদিও বইটির কলেবর বৃহৎ, তবুও আমি মনে করি যে, কোন কথা পরিত্যাজ্য নয়, অপ্রাসঙ্গিক নয়। আশা করি পাঠক মাত্র অলসতা কাটিয়ে বারবার পড়ে নেবেন; বিশেষ করে রমযানের মৌসমে।
তদনুরূপ যদি মসজিদের ইমাম সাহেবগণ কোন এক সালাতের পর -বিশেষ করে রমযান মাসে- জামাআতকে পড়ে শোনান, তাহলে বড় উপকার সাধিত হবে বলে আশা করি।
যা কিছু লিখি আল্লাহ তোমার সন্তুষ্টির জন্যই। তুমি এই বইটিকে কবুল করো এবং এই আমলের অসীলায় লেখক, প্রকাশক, প্রচারক ও পাঠককে আখেরাতে বেহেশ্তের বাসা দিও। আল্লাহুম্মা আমীন।
দীর্ঘ তিন বছর যাবৎ আরবীর লেপ মুড়ো দিয়ে ঘুমিয়ে থাকার পর এক্ষণে তাকে জাগিয়ে বাংলার লেবাস পরাই আমার স্বভাষী বাঙালী ভাই-বোনদের জন্য। রোযার ও রমযানের মত একটি মহান উৎসাহ ও উদ্দীপনা তথা আনন্দ-মুখর মৌসমকে ঘিরে যে সকল জানা ও মানার কথা এতে পরিবেশিত হয়েছে, আশা করি তা সকল মুসলিমের জানা প্রয়োজন৷ হয়তো বা নতুন কথা কিছু নয়, তবে অনেক কথা জানার আছে, মানার আছে। যদিও বইটির কলেবর বৃহৎ, তবুও আমি মনে করি যে, কোন কথা পরিত্যাজ্য নয়, অপ্রাসঙ্গিক নয়। আশা করি পাঠক মাত্র অলসতা কাটিয়ে বারবার পড়ে নেবেন; বিশেষ করে রমযানের মৌসমে।
তদনুরূপ যদি মসজিদের ইমাম সাহেবগণ কোন এক সালাতের পর -বিশেষ করে রমযান মাসে- জামাআতকে পড়ে শোনান, তাহলে বড় উপকার সাধিত হবে বলে আশা করি।
যা কিছু লিখি আল্লাহ তোমার সন্তুষ্টির জন্যই। তুমি এই বইটিকে কবুল করো এবং এই আমলের অসীলায় লেখক, প্রকাশক, প্রচারক ও পাঠককে আখেরাতে বেহেশ্তের বাসা দিও। আল্লাহুম্মা আমীন।
- Purchase Link
- Click Here to BUY NOW!
বইটি ক্রয় করে লেখক ও প্রকাশককে নতুন বই প্রকাশে উদ্বুদ্ধ করুন।