মিন্নাতুল বারী (ছহীহ বুখারীর ব্যাখ্যা ১ম খণ্ড) - PDF

মিন্নাতুল বারী (ছহীহ বুখারীর ব্যাখ্যা ১ম খণ্ড) - PDF আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক

আসমানের নিচে জমিনের উপরে পবিত্র কুরআনের পর সর্ব বিশুদ্ধ গ্রন্থ হচ্ছে ‘ছহীহ বুখারি’।
গ্রন্থটির লেখক হাদিছের আকাশের উজ্জ্বল নক্ষত্র আমিরুল মু’মিনীন ফিল হাদিছ আবু আব্দুল্লাহ মুহাম্মাদ বিন ইসমাঈল আল-বুখারী। ইখলাছের সাথে দীর্ঘ ১৬ বছর ক্লান্তিহীন পরিশ্রম করে তিনি এই গ্রন্থটি রচনা করেছেন। তার এই গ্রন্থটি ছহীহ হাদিছের ভিত্তিপ্রস্তরও মাইলফলক। মুসলিম উম্মাহের মুহাদ্দিছগণ যুগে যুগে এই বইয়ের খিদমত করেছেন। কেউ ব্যাখ্যা করেছেন কেউ সংক্ষিপ্ত করেছেন। তাদের খিদমাত এর ফলে ছহীহ হাদিছ বুঝার তার উপর আমল করা মুসলিম উম্মাহর জন্য অত্যন্ত সহজ হয়েছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, বাংলা ভাষা-ভাষী মুসলিমদের জন্য হাদিছের এই মহান গ্রন্থের কোন ব্যাখ্যা ছিল না। ফলত ছহীহ হাদিছ বুঝতে তদনুযায়ী আমল করতে সাধারণ জনগণ অনেক কষ্ট ও সমস্যার সম্মুখীন হতেন।আলহামদুলিল্লাহ সম্মানিত লেখক ‘আবদুল্লাহ বিন আবদুর রাজ্জাক’ প্রণীত ‘মিন্নাতুল বারী’ বহুদিনের এই প্রতীক্ষার অবসান ঘটাবে। আমরা আশা করি এই গ্রন্থের মাধ্যমে তৃষ্ণার্ত হৃদয় সিক্ত হবে পানির পবিত্র সুধায়। বিভিন্ন সমস্যার যুগোপযোগী উত্তরে প্রশান্তি পাবে অন্তর। ইলমের পিপাসি গণ পাবে গবেষণার খোরাক। সাধারণ জনগণ পাবেন ছহীহ হাদিছ সঠিকভাবে অনুধাবন করে তদনুযায়ী আমল করার সহজ-সরল পথ।

আমরা এই গ্রন্থটি প্রকাশ করতে পেরে যার পর নাই আনন্দিত। মহান আল্লাহ সম্মানিত লেখক কে এই গ্রন্থটি ধারাবাহিকভাবে পূর্ণ করার তাওফীক দান করুন! তার এই গ্রন্থটিকে বাংলা ভাষাভাষী পার্থক্য সমাজের মাঝে উপকারী ও গ্রহণীয় করে দিন-আমিন!
Author
আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক
Publisher
তুবা পাবলিকেশন
Uploader
abdulazizulhakimgrameen
Downloads
60
Views
1,369
First release
Last update

Ratings

5.00 star(s) 5 ratings

More books from abdulazizulhakimgrameen

Latest reviews

আল্লাহ তার খিদমতকে কবুল করুক। আমিন
  • Roni
  • 5.00 star(s)
  • Version: আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক
Alhamdulillah
Good
  • NahidEstes
  • 5.00 star(s)
  • Version: আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক
জাযাকাল্লাহু খায়রান
  • Raihaan
  • 5.00 star(s)
  • Version: আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক
আলহামদুল্লিলাহ অনেক সুন্দর বই।
Similar resources Most view View more
Back
Top