সকল প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লার জন্য। সালাত ও সালাম নাযিল হোক খাতামুন নাবিয়্যিন,রাহমাতাল্লিল আ'লামিন মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাঃ এর উপর। মাযহাব পালন নিয়ে আমাদের সমাজে অনেক রকম বিভ্রান্তি রয়েছে।কেউ কেউ বলেন যে,মাযহাব মানা ফরজ,আবার আরেক দল বলেন যে,মাযহাব মানা হারাম,শিরক ইত্যাদি।আমার কাছে মনে হয় এটা ব্যক্তির জ্ঞানের লেভেলের উপর নির্ভর করবে যে,সে নির্দিষ্ট কারোর তাকলীদ করবে নাকি নিজে নিজে পড়বে এবং আলেমদেরকেও জিজ্ঞেস করবে।সবার জন্য তাকলীদ করার প্রয়োজন নেই,আবার সবাই ইজতেহাদ এর যোগ্যও নয়।নির্দিষ্ট কোন মাযহাবের তাকলীদ করতে হবে বলে যে প্রচার করা হয় তা অবশ্যই ঠিক নয়।মাযহাব বিষয়ে গবেষণামূলক একটি বই খুঁজছিলাম অনেকদিন যাবৎ, যাক আলহামদুলিল্লাহ পেয়ে গেলাম। শুকরিয়া জাযাকাল্লাহু খাইরান।