‼️ পোস্টটি সুন্দরভাবে দেখতে এখানে ক্লিক করুন।‼️

বাংলা বই আল্লাহর সুন্দর নাম সমূহের ব্যাখ্যা - PDF সাইয়েদ মুহাম্মদ মোস্তফা আল বাকরী

বইটি শাইখের ওয়েবসাইট থেকে সংগৃহীত
সউদী আরবের আল জুবাইল সিটিতে সউদী রয়েল কমিশনের উদ্যোগে আয়োজিত হেরেটিজ এক্সহিবিশন ২০১৫ তে ‘আল্লাহর সুন্দর নাম’ শীর্ষক একটি প্রদর্শনী দর্শকদের হৃদয় জয় করে। সেই প্রদর্শনীতে গিয়ে এ সংক্রান্ত একটি ছোট্ট পুস্তিকা উপহার পাই। পুস্তিকাটি হাতে পেয়ে খুব চমৎকৃত হই। বাংলা ভাষায় আল্লাহর নাম ও গুণাবলী সম্পর্কে কিছু লেখনী থাকলেও তত্ত্ব ও দলীল সমৃদ্ধ উক্ত পুস্তিকাটি আমার নিকট অনন্য মনে হওয়ায় এটি বাংলা ভাষায় অনুবাদ করার আগ্রহ সৃষ্টি হয়। তারপর সেটির অনুবাদ সমাপ্ত করে ফেলি আল হামদু লিল্লাহ।

পুস্তিকাটির কিছু বৈশিষ্ট:
  • কাছাকাছি অর্থ বোধক আল্লাহর নামগুলো এক সাথে উল্লেখ করা হয়েছে।
  • সংক্ষিপ্ত ও বোধগম্য আকারে নাম সমূহের ব্যাখ্যা পেশ করার চেষ্টা করা হয়েছে।
  • প্রতিটি নাম কুরআনুল কারীমে কতবার এসেছে তার সংখ্যা উল্লেখ করা হয়েছে আর কুরআনে না থাকলে হাদীস পেশ করা হয়েছে।
  • প্রতিটি নামের পক্ষে কুরআন বা হাদীস থেকে একটি করে দলীল পেশ করা হয়েছে।
  • এই পুস্তিকাটিতে ১০৮টি আল্লাহর নাম ও সেগুলোর সংক্ষিপ্ত ব্যাখ্যা উল্লেখিত হয়েছে।
দুয়া করি, এই পুস্তিকাটি যেন মহান আল্লাহ সম্পর্কে আমাদের জ্ঞানের দরজাকে উন্মুক্ত করে দেয়। আমরা যেন সঠিকভাবে আল্লাহর পরিচয় লাভ করে তাঁর প্রতি যথার্থ ভালবাসা এবং ভয়-ভীতি অর্জন করতে পারি এবং তাঁর আদেশ-নিষেধগুলোকে মান্য করার মাধ্যমে দুনিয়া ও আখিরাতের চূড়ান্ত সাফল্য অর্জন করতে সক্ষম হই।
  • আল্লাহর সুন্দর নাম সমূহের ব্যাখ্যা - PDF.webp
    6.1 KB · Views: 125

Latest reviews

  • Hammad
  • 5.00 star(s)
  • Version: সাইয়েদ মুহাম্মদ মোস্তফা আল বাকরী
Thank you.