‼️ পোস্টটি সুন্দরভাবে দেখতে এখানে ক্লিক করুন।‼️

বাংলা বই আমি তো নামায পড়তে চাই কিন্তু - PDF শায়খ আব্দুর রাকীব বুখারী মাদানী

আমরা অনেক ক্ষেত্রে অনেক ভাইকে নামায না পড়ার কারণ জিজ্ঞাসা করলে বলতে শুনিঃ নামায তো পড়তে চাই কিন্তু .. অলসতার কারণে পড়িনা..সময় পাই না..সূরা জানি না….দোআ জানি না..আরবী পড়তে পারি না..হয়তঃবা কেউ মুখে না বললেও মনে মনে বলেঃ নামায পড়া জরুরী মনে করি না.. ইত্যাদি । নামায না পড়ার এসব ঠুক অজুহাতের সহজ সমাধানার্থে এবং সমাজের সকল শ্রেণীর মুসলিম/মুসলিমা ভাই-বোনদের নামাযের প্রতি উদ্বুদ্ধ করতে এই পুস্তকটি সংক্ষেপে লেখা হল। যদিও বাজারে, বাজারী বই-পুস্তকের ছড়াছড়ি কিন্তু সরাসরি কুরআন ও সহীহ হাদীস হতে সংকলিত পবিত্রতা, অযু এবং নামাযের বিধিবিধান সম্পৰ্কীয় বই পুস্তকের যথেষ্ট অভাব এখনও লক্ষ্য করা যায় । আশা করি এ শুন্যতা পূরণে বইটি বিশেষ ভূমিকা রাখবে। আল্লাহ তুমি কবুল কর । আমীন ।