- Joined
- Jan 3, 2023
- Threads
- 773
- Comments
- 923
- Reactions
- 8,145
- Thread Author
- #1
মুহাম্মাদ ইবনু ওয়াসী (রাহিমাহুল্লাহ) জিজ্ঞেস করেছিলেন -
‘জান্নাতে যাওয়ার পরও কোনো লোককে কাঁদতে দেখলে তুমি কি অবাক হবে না? তাঁর এ প্রশ্নের জবাবে লোকেরা বলল, 'হ্যাঁ'; এরপর তিনি বললেন, এটি যতটা না বিস্ময়ের, এর থেকেও বেশী বিস্ময়কর হলো সেই ব্যক্তি, যে কিনা দুনিয়ায় হাসছে, অথচ সে একেবারেই জানে না, তার চূড়ান্ত গন্তব্য কোথায় হবে।’ (জান্নাতে না জাহান্নামে)
— ইহইয়াউ উলূমিদ্দিন, খন্ড : ৫
‘জান্নাতে যাওয়ার পরও কোনো লোককে কাঁদতে দেখলে তুমি কি অবাক হবে না? তাঁর এ প্রশ্নের জবাবে লোকেরা বলল, 'হ্যাঁ'; এরপর তিনি বললেন, এটি যতটা না বিস্ময়ের, এর থেকেও বেশী বিস্ময়কর হলো সেই ব্যক্তি, যে কিনা দুনিয়ায় হাসছে, অথচ সে একেবারেই জানে না, তার চূড়ান্ত গন্তব্য কোথায় হবে।’ (জান্নাতে না জাহান্নামে)
— ইহইয়াউ উলূমিদ্দিন, খন্ড : ৫