অন্যান্য সালাফদের আহার

Golam Rabby

Knowledge Sharer

ilm Seeker
HistoryLover
Q&A Master
Salafi User
Joined
Jan 3, 2023
Threads
1,146
Comments
1,338
Solutions
1
Reactions
12,735
• আবদুল্লাহ ইবনু উমার (রা:) বলেন, ইসলাম কবুলের পর থেকে কখনো তৃপ্তিভরে খাবার খাইনি। – ইবনু আবিদ্দুনইয়া, আল-জু, হা. ৫৫

• আবু জাফর (রা:) বলেন, যখন পেট ভরা থাকে, তখন শরীর অবাধ্য হয়ে যায়। – ইবনু আবিদ্দুনইয়া, আল-জু, হা. ২৩

• উবাদাহ ইবনুস সামিত (রা:) বলেন, এটা পেট। (এটা চায়) আরো দাও! আরো দাও! তাই তোমাদের জন্য অতটুকুই যথেষ্ট, যতটুকুতে পিঠ সোজা থাকবে। – ইবনু আবিন্দুনইয় , আল-জু, হা. ২৫

• উমার (রা:) বলেন, হে লোকসকল! তোমরা ভোজনপ্রিয় মানুষের কাছ দিয়ে যেয়ো না, যাতে অতিভোজন তোমাদেরকে দীন থেকে গাফিল করে না দেয়। তারা তো একবার মাংস, একবার ঘি, একবার যাইতুন আবার লবণ খায়। – ইবনু আবিন্দুনইয়া, আল-জু, হা. ২০০

• ইবনু আব্বাস বলেছেন, মানুষের উপর এমন এক যুগ আসবে, যখন প্রত্যেকের চিন্তা হবে তার পেট আর 'হাওয়া' (কুপ্রবৃত্তি) হবে তার দীন। – ইবনু আবিদ্দুনইয়া, আল-জু, হা. ২১৮

• মালিক বিন দীনার (রা:) বলেন, নিশ্চয় পেট হলো কুকুরের মতো। এটাতে তমি কিছু খাদ্যদ্রব্য আর মৃত জিনিসের মাথা নিক্ষেপ করো, তা হলে সে শান্ত হবে। তোমাদের পেটগুলোকে শয়তানের গদাম করো না যাতে ইবলীস যা খশি তা-ই রাখতে পারে। – ইবনু আবিদ্দুনইয়া, আল-জু, হা. ৬৫

• হাসান আল-বাসরি (রা:) বলেন, আল্লাহর শপথ! আমদের সঙ্গে এমন এক দল মানুষের মুলাকাত হয়েছে, সাহচর্য গ্রহণ করেছি, যারা কখনো তাঁদের ঘরে খাবার তৈরির নির্দেশ দিতেন না এবং আমৃত্যু তৃপ্তি ভরে খাবার খাননি। তবে যখনই তৃপ্ত হওয়ার উপক্রম হতেন, তখনই বিরত হতেন। – ইবনু আবিদ্দুনইয়া, আল-জু, হা. ৬৭

• আমর বিন কাইস (রা:) বলেন, অতিভোজ থেকে সাবধান! কেননা তা অন্তরকে কঠিন করে দেয়। – ইবনু আবিদ্দুনইয়া, আল-জু, হা. ৮৪

[সালাফগণের দুনিয়াবিমুখতা, বিলিভার্স ভিশন পাবলিকেশন্স]
 
Similar content Most view View more
Back
Top