সালাত ত্যাগকারীর আত্মীয়-স্বজন কেউ মারা গেলে তার পরিত্যক্ত সম্পদের ভাগ সে পাবে না। যেমন কোন সালাত আদায়কারী ব্যক্তি একটি সালাত ত্যাগকারী ছেলে ও একজন সালাত আদায়কারী চাচাতো ভাই রেখে মারা গেল তখন তার পরিত্যক্ত পুরো সম্পদের মালিক হবে তার চাচাতো ভাই। তার ছেলে কিছুই পাবে না। কারণ, সে কাফির।
উসামা (রা:) থেকে বর্ণিত তিনি বলেনঃ রাসূল (ﷺ) ইরশাদ করেন:
لا يَرِثُ المُسْلِمُ الْكَافِرَ وَلَا الْكَافِرُ الْمُسْلِمَ
“কোন মুসলমান কোন কাফিরের ওয়ারিশ হতে পারে না। তেমনিভাবে কোন কাফির কোন মুসলমানের ওয়ারিশ হতে পারে না”
১
রাসূল (ﷺ) আরো বলেনঃ
الْحِقُوا الْفَرَائِضَ بِأَهْلِهَا فَا بَقِيَ فَلَأَوْلَى رَجُلٍ ذَكَرٍ
“শরীয়তে নির্ধারিত মিরাসের ভাগটুকু পাওনাদারদেরকে দিয়ে দাও। আর বাকী অংশটুকু নিকটাত্মীয় পুরুষেরই প্রাপ”।
২
১. (বুখারী, হাদীস ৪২৮৩, ৬৭৬৪ মুসলিম, হাদীস ১৬১৪ )
২. (বুখারী, হাদীস ৬৭৩২, ৬৭৩৫, ৬৭৩৭, ৬৭৪৬ মুসলিম, হাদীস ১৬১৫)