সালাত ত্যাগকারীর আত্মীয়-স্বজন কেউ মারা গেলে তার পরিত্যক্ত সম্পদের ভাগ সে পাবে না। যেমন কোন সালাত আদায়কারী ব্যক্তি একটি সালাত ত্যাগকারী ছেলে ও একজন সালাত আদায়কারী চাচাতো ভাই রেখে মারা গেল তখন তার পরিত্যক্ত পুরো সম্পদের মালিক হবে তার চাচাতো ভাই। তার ছেলে কিছুই পাবে না। কারণ, সে কাফির।
উসামা (রা:) থেকে বর্ণিত তিনি বলেনঃ রাসূল (ﷺ) ইরশাদ করেন:
“কোন মুসলমান কোন কাফিরের ওয়ারিশ হতে পারে না। তেমনিভাবে কোন কাফির কোন মুসলমানের ওয়ারিশ হতে পারে না”১
রাসূল (ﷺ) আরো বলেনঃ
১. (বুখারী, হাদীস ৪২৮৩, ৬৭৬৪ মুসলিম, হাদীস ১৬১৪ )
২. (বুখারী, হাদীস ৬৭৩২, ৬৭৩৫, ৬৭৩৭, ৬৭৪৬ মুসলিম, হাদীস ১৬১৫)
উসামা (রা:) থেকে বর্ণিত তিনি বলেনঃ রাসূল (ﷺ) ইরশাদ করেন:
لا يَرِثُ المُسْلِمُ الْكَافِرَ وَلَا الْكَافِرُ الْمُسْلِمَ
“কোন মুসলমান কোন কাফিরের ওয়ারিশ হতে পারে না। তেমনিভাবে কোন কাফির কোন মুসলমানের ওয়ারিশ হতে পারে না”১
রাসূল (ﷺ) আরো বলেনঃ
الْحِقُوا الْفَرَائِضَ بِأَهْلِهَا فَا بَقِيَ فَلَأَوْلَى رَجُلٍ ذَكَرٍ
“শরীয়তে নির্ধারিত মিরাসের ভাগটুকু পাওনাদারদেরকে দিয়ে দাও। আর বাকী অংশটুকু নিকটাত্মীয় পুরুষেরই প্রাপ”।২
১. (বুখারী, হাদীস ৪২৮৩, ৬৭৬৪ মুসলিম, হাদীস ১৬১৪ )
২. (বুখারী, হাদীস ৬৭৩২, ৬৭৩৫, ৬৭৩৭, ৬৭৪৬ মুসলিম, হাদীস ১৬১৫)
Last edited: