Knowledge Sharer
ilm Seeker
HistoryLover
Q&A Master
Salafi User
- Joined
- Jan 3, 2023
- Threads
- 1,129
- Comments
- 1,321
- Solutions
- 1
- Reactions
- 12,522
- Thread Author
- #1
ইমাম নববী আশ শাফেয়ী (রহিমাহুল্লাহ) বলেন, কেউ যদি অনিচ্ছাকৃতভাবে কথা বলে অথবা যদি হাসি চলে আসে বা হাঁচি দেয় বা কাশি দেয়, যার কারণে দুইটি হরফ বের হয়ে যায় অথবা ভুলবশত কথা বলে ফেলে অথবা সালাতে কথা বলা হারাম এটা জানে না, এগুলো যদি অল্প পরিমাণ হয় তাহলে সালাত বাতিল হবে না। এ বিষয়ে আমাদের মাঝে কোনো মতভেদ নেই। আর যদি বেশি হয় তাহলে এ বিষয়ে দুটি মত রয়েছে। বিশুদ্ধ মতানুযায়ী সালাত বাতিল হয়ে যাবে। আর আরেক মতানুযায়ী বাতিল হবে না। এটা আবু ইসহাক আল মারুযী (রহিমাহুল্লাহ)'র মত। কথা কম ওববেশির হিসেব ধরা হবে সমাজের প্রচলন অনুযায়ী। এটাই ইমাম শাফেয়ী (রহিমাহুল্লাহ)'র উম নামক কিতাবে আছে। অধিকাংশ বিদ্বান এটার কথাই বলেছেন।
ইমাম ইবনু তাইমিয়্যাহ আল হাম্বলী (রহিমাহুল্লাহ) বলেন, মুসল্লীর যদি হাঁচি, কান্না ও হাই প্রাধান্য পায় তাহলে অধিকাংশ বিদ্বানের বিশুদ্ধ মত হচ্ছে সালাত বাতিল হবে না। এটা ইমাম আহমাদ (রহিমাহুল্লাহ) ও অন্যদের মত। তার কিছু ছাত্র বলেন, সালাত বাতিল হয়ে যাবে।
– মুগনী : ২/৪৭, মাজমু : ৪/১১, মাজমূ' ফাতাওয়া : ২২/৬২১, শারহুল মুমতি : ৩/৩৬৬
– মিসকুল খিতাম: শারহু উমদাতিল আহকাম (১ম খন্ড), মাকতাবাতুস সুন্নাহ, রাজশাহী
ইমাম ইবনু তাইমিয়্যাহ আল হাম্বলী (রহিমাহুল্লাহ) বলেন, মুসল্লীর যদি হাঁচি, কান্না ও হাই প্রাধান্য পায় তাহলে অধিকাংশ বিদ্বানের বিশুদ্ধ মত হচ্ছে সালাত বাতিল হবে না। এটা ইমাম আহমাদ (রহিমাহুল্লাহ) ও অন্যদের মত। তার কিছু ছাত্র বলেন, সালাত বাতিল হয়ে যাবে।
– মুগনী : ২/৪৭, মাজমু : ৪/১১, মাজমূ' ফাতাওয়া : ২২/৬২১, শারহুল মুমতি : ৩/৩৬৬
– মিসকুল খিতাম: শারহু উমদাতিল আহকাম (১ম খন্ড), মাকতাবাতুস সুন্নাহ, রাজশাহী