- Joined
- Jan 3, 2023
- Threads
- 647
- Comments
- 790
- Reactions
- 6,877
- Thread Author
- #1
যার মধ্যে টাকা-পয়সা জমানোর এবং ব্যাংক-ব্যালেন্স করার প্রবণতা থাকে, সে খুব কমই অল্পে তুষ্ট থাকতে পারে। কেননা সম্পদ পুঞ্জিভূত করার মানসিকতা সবসময় তাকে তাড়িয়ে নিয়ে বেড়ায়। প্রয়োজনের চেয়ে অধিক সম্পদ তার হস্তগত হলেও সে খুশি থাকতে পারে না। সেকারণ ইসলাম মানুষকে সবসময় সম্পদ সঞ্চয়ের ব্যাপারে নিরুৎসাহিত করেছে এবং দান-ছাদাক্বাহ করতে উৎসাহিত করেছে।
আবূ হুরায়রা (রাদিআল্লাহু আনহু) বলেন, একবার রাসূলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) অসুস্থ বেলাল (রাদিআল্লাহু আনহু)-কে দেখেতে গেলেন। বেলাল (রাদিআল্লাহু আনহু)-এর কাছে এক স্তুপ খেজুর দেখে রাসূল (সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেন, ‘বেলাল! এসব কি?’ বেলাল বললেন, ‘হে আল্লাহর রাসূল (সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)! এটা আমি আগামীকালের জন্য জমা করে রেখেছি।’
তখন রাসূল (সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেন, ‘তুমি কি কাল ক্বিয়ামতের দিনে এর থেকে জাহান্নামের তাপ অনুভবের ভয় করছো না? বেলাল! এসব তুমি দান করে দাও। আরশের মালিকের কাছে ভুখা-নাঙ্গা থাকার ভয় করো না।’ — মিশকাত : ১৮৮৫; সহীহুত তারগীব : ৯২২; আল মুজামুল কাবীর : ১০২৪ (সহীহ)
এর কারণ হলো- সম্পদ সঞ্চয়ের কারণে অধিকাংশ সময় মানুষ ভবিষ্যতের জন্য সেই সম্পদের উপরেই ভরসা করে থাকে। আল্লাহর প্রতি তার ভরসা শিথিল হয়ে যায়।
এই হাদীছের ব্যাখ্যায় ছানআনী (রাহিমাহুল্লাহ) বলেন : “রাসূল (সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বেলাল (রাদিআল্লাহু আনহু)-কে আল্লাহর রিযিকের উপর ভরসা করে দান-ছাদাক্বাহ করার নির্দেশ দিয়েছেন এবং দারিদ্র্যের ভয়কে পরিহার করতে বলেছেন।” — ছানআনী, আল ফায়েকু ফী গারীবিল হাদীছি ওয়াল আছার, ৩/১৫৪
ওবায়দুল্লাহ মুবারকপুরী (১৩২৭-১৪১৪ হি.) বলেন : “শয়তান সবসময় মানুষকে দারিদ্র্যের ভয় দেখায়। সেজন্য দারিদ্র্যের ভয়ে সম্পদ জমা করতে নিষেধ করা হয়েছে। তবে স্বাভাবিক প্রয়োজনে সম্পদ সঞ্চয় করা জায়েজ।” — মিরআতুল মাফাতীহ, ১/১৩৭
কেননা রাসুলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন: “হে আদম সন্তান! তোমার প্রয়োজনের অতিরিক্ত সম্পদ যদি তুমি (সৎকাজে) খরচ করে ফেল, তাহলে তা তোমার জন্য কল্যাণকর। কিন্তু তুমি যদি তা গচ্ছিত রাখো, তাহলে তা তোমার জন্য অকল্যাণকর। তবে তোমার প্রয়োজন পরিমাণ সম্পদ জমা রাখলে তাতে কোন দোষারোপ করা হবে না।” — মুসলিম : ১০৩৬; তিরমিজি : ২৩৪৩; মিশকাত : ১৮৬৩
মুবারকপুরী (রাহিমাহুল্লাহ) বলেন : “প্রয়োজনীয় সম্পদ সেটাই, যা অল্পেভুষ্টির সাথে মানুষের সম্পদ থেকে বিমুখ রাখে।” — মিরআতুল মাফাতীহ, ৬/২৮৬
সুতরাং মানুষ যদি ভবিষ্যতের ব্যাপারটি। আল্লাহর উপর ন্যস্ত করে মাত্রাতিরিক্ত সম্পদ সঞ্চয় করার মানসিকতা পরিহার করতে পারে, তাহলে অল্পেতুষ্ট থাকা তার জন্য সহজ হয়ে যাবে।
— অল্পেতুষ্টি : জীবনের প্রশান্তি, আব্দুল্লাহ আল মারূফ; হাদীছ ফাউন্ডেশন বাংলাদেশ
আবূ হুরায়রা (রাদিআল্লাহু আনহু) বলেন, একবার রাসূলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) অসুস্থ বেলাল (রাদিআল্লাহু আনহু)-কে দেখেতে গেলেন। বেলাল (রাদিআল্লাহু আনহু)-এর কাছে এক স্তুপ খেজুর দেখে রাসূল (সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেন, ‘বেলাল! এসব কি?’ বেলাল বললেন, ‘হে আল্লাহর রাসূল (সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)! এটা আমি আগামীকালের জন্য জমা করে রেখেছি।’
তখন রাসূল (সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেন, ‘তুমি কি কাল ক্বিয়ামতের দিনে এর থেকে জাহান্নামের তাপ অনুভবের ভয় করছো না? বেলাল! এসব তুমি দান করে দাও। আরশের মালিকের কাছে ভুখা-নাঙ্গা থাকার ভয় করো না।’ — মিশকাত : ১৮৮৫; সহীহুত তারগীব : ৯২২; আল মুজামুল কাবীর : ১০২৪ (সহীহ)
এর কারণ হলো- সম্পদ সঞ্চয়ের কারণে অধিকাংশ সময় মানুষ ভবিষ্যতের জন্য সেই সম্পদের উপরেই ভরসা করে থাকে। আল্লাহর প্রতি তার ভরসা শিথিল হয়ে যায়।
এই হাদীছের ব্যাখ্যায় ছানআনী (রাহিমাহুল্লাহ) বলেন : “রাসূল (সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বেলাল (রাদিআল্লাহু আনহু)-কে আল্লাহর রিযিকের উপর ভরসা করে দান-ছাদাক্বাহ করার নির্দেশ দিয়েছেন এবং দারিদ্র্যের ভয়কে পরিহার করতে বলেছেন।” — ছানআনী, আল ফায়েকু ফী গারীবিল হাদীছি ওয়াল আছার, ৩/১৫৪
ওবায়দুল্লাহ মুবারকপুরী (১৩২৭-১৪১৪ হি.) বলেন : “শয়তান সবসময় মানুষকে দারিদ্র্যের ভয় দেখায়। সেজন্য দারিদ্র্যের ভয়ে সম্পদ জমা করতে নিষেধ করা হয়েছে। তবে স্বাভাবিক প্রয়োজনে সম্পদ সঞ্চয় করা জায়েজ।” — মিরআতুল মাফাতীহ, ১/১৩৭
কেননা রাসুলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন: “হে আদম সন্তান! তোমার প্রয়োজনের অতিরিক্ত সম্পদ যদি তুমি (সৎকাজে) খরচ করে ফেল, তাহলে তা তোমার জন্য কল্যাণকর। কিন্তু তুমি যদি তা গচ্ছিত রাখো, তাহলে তা তোমার জন্য অকল্যাণকর। তবে তোমার প্রয়োজন পরিমাণ সম্পদ জমা রাখলে তাতে কোন দোষারোপ করা হবে না।” — মুসলিম : ১০৩৬; তিরমিজি : ২৩৪৩; মিশকাত : ১৮৬৩
মুবারকপুরী (রাহিমাহুল্লাহ) বলেন : “প্রয়োজনীয় সম্পদ সেটাই, যা অল্পেভুষ্টির সাথে মানুষের সম্পদ থেকে বিমুখ রাখে।” — মিরআতুল মাফাতীহ, ৬/২৮৬
সুতরাং মানুষ যদি ভবিষ্যতের ব্যাপারটি। আল্লাহর উপর ন্যস্ত করে মাত্রাতিরিক্ত সম্পদ সঞ্চয় করার মানসিকতা পরিহার করতে পারে, তাহলে অল্পেতুষ্ট থাকা তার জন্য সহজ হয়ে যাবে।
— অল্পেতুষ্টি : জীবনের প্রশান্তি, আব্দুল্লাহ আল মারূফ; হাদীছ ফাউন্ডেশন বাংলাদেশ