কাসিম ইবনু মুখাইমারাহ (রহিমাহুল্লাহ) থেকে বর্ণিত, রাসূল (সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন :
যার সম্পদ উপার্জনের উৎস হলো পাপাচার, সে যদি ওই সম্পদ দিয়ে আত্মীয়তার সম্পর্ক দৃঢ় রাখে, দান করে বা আল্লাহর পথে ব্যয় করে, তবুও তার সবগুলো একত্র করে তার সঙ্গে জাহান্নামে নিক্ষেপ করা হবে।
– কিতাবুয যুহদ, ইমাম আব্দুল্লাহ ইবনুল মুবারাক
[হাদীসটি মুরসাল হিসেবে বর্ণিত এবং সনদ হাসান, তাককীক: শাইখ আহমাদ ফরীদ]
যার সম্পদ উপার্জনের উৎস হলো পাপাচার, সে যদি ওই সম্পদ দিয়ে আত্মীয়তার সম্পর্ক দৃঢ় রাখে, দান করে বা আল্লাহর পথে ব্যয় করে, তবুও তার সবগুলো একত্র করে তার সঙ্গে জাহান্নামে নিক্ষেপ করা হবে।
– কিতাবুয যুহদ, ইমাম আব্দুল্লাহ ইবনুল মুবারাক
[হাদীসটি মুরসাল হিসেবে বর্ণিত এবং সনদ হাসান, তাককীক: শাইখ আহমাদ ফরীদ]