‼️ পোস্টটি সুন্দরভাবে দেখতে এখানে ক্লিক করুন।‼️

বাংলা বই সমাজে বহুল প্রচলিত ১০০ জাল হাদীস - PDF ড. মোহাম্মদ ইমাম হোসাইন

abdulazizulhakimgrameen

Altruistic

Uploader
Salafi User
Threads
376
Comments
440
Solutions
1
Reactions
8,245
Credits
21,564
সমাজে বহুল প্রচলিত ১০০ জাল হাদীস - PDF - ডাউনলোড করুন সমাজে বহুল প্রচলিত ১০০ জাল হাদীস বইয়ের পিডিএফ

সফল ও সার্থক জীবন গঠন রাসুলুল্লাহ (ﷺ) এর পূর্ণ অনুসরণ ছাড়া সম্ভব নয়। আর তার অনুসরণ এর সার্থকতা রয়েছে একমাত্র তাঁর বিশুদ্ধ হাদীস অনুসরণের মাধ্যমে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় যে, পূর্ব যুগ থেকেই একশ্রেণীর ইসলামবিদ্বেষীরা রাসুল (ﷺ) এর নামে মিথ্যা ও জাল হাদীস রচনা করে মানবসমাজকে ইসলাম থেকে বের করার সূক্ষ্ম প্রচেষ্টা চালিয়েছে। অথচ হাদীস জাল ও বানোয়াট প্রচারের ব্যাপারে রাসূল (ﷺ) বলেছেন "যে ব্যক্তি আমার প্রতি মিথ্যারোপ করে সে যেন অবশ্যই তার ঠিকানা জাহান্নামে করে নেয়।"
তাই যুগে...

Read more about this resource...
 
COMMENTS ARE BELOW

Farhad Molla

Susceptible

Exposer
Q&A Master
Reporter
Salafi User
Threads
144
Comments
224
Solutions
1
Reactions
1,451
Credits
1,340
এই বই সবার পড়া উচিত ও জানা উচিত | কেননা এই হাদিসগুলো বললে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইকুম সালামের ভাষ্য অনুযায়ী জাহান্নামে যেতে হবে |

আলী (রা) বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেন :

لا تَكْذِبُوا عَلَيَّ فَإِنَّهُ مَنْ كَذَبَ [يَكْذِبْ] عَلَيَّ فَلْيَلِجِ النَّارَ.

‘‘তোমরা আমার নামে মিথ্যা বলবে না; কারণ যে ব্যক্তি আমার নামে মিথ্যা বলবে তাকে জাহান্নামে যেতে হবে।’’[1]

যুবাইর ইবনুল আউয়াম (রা) বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন :

مَنْ كَذَبَ عَلَىَّ فَلْيَتَبَوَّأْ مَقْعَدَهُ مِنَ النَّارِ

‘‘যে ব্যক্তি আমার নামে মিথ্যা বলবে তার আবাসস্থল জাহান্নাম।’’[2]

সালামাহ ইবনুল আকওয়া (রা) বলেন: রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন :

مَنْ يَقُلْ عَلَىَّ مَا لَمْ أَقُلْ فَلْيَتَبَوَّأْ مَقْعَدَهُ مِنَ النَّارِ

‘‘আমি যা বলি নি তা যে আমার নামে বলবে তার আবাসস্থল জাহান্নাম।’’[3]

এভাবেই রাসূলুল্লাহ ﷺ উম্মাতকে তাঁর নামে মিথ্যা বলার বিষয়ে সতর্ক করেছেন এবং প্রায় ১০০ জন সাহাবী এ অর্থে হাদীস বর্ণনা করেছেন। আর কোনো হাদীস এত বেশি সংখ্যক সাহাবী থেকে বর্ণিত হয়নি।[4]

[1] বুখারী, আস-সহীহ ১/৫২; ইবনু হাজার, ফাতহুল বারী ১/১৯৯, মুসলিম, আস-সহীহ ১/৯।
[2] বুখারী, আস-সহীহ ১/৫২।
[3] বুখারী, আস-সহীহ ১/৫২।
[4] নাবাবী, শারহু সাহীহ মুসলিম ১/৬৮, ইবনুল জাওযী, আল-মাউযূ‘আত ২৮-৫৬।

বিশ্বাস করলে বিদয়াত হওয়ার সম্ভাবনা রয়েছে অনেক | আর বিদআতীর কোন আমল কবুল হয় না ফরজ নফল কোন আমলই না |

বিদআত সৃষ্টি কারীর প্রতি আল্লাহ, তার ফেরেশতা মণ্ডলী এবং সব মানুষের অভিশাপ বর্ষিত হয়:

রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, الْمَدِينَةُ حَرَمُ مَا بَيْنَ عَيْرِ إِلَى ثَوْرٍ، فَمَنْ أَحَدَثَ فِيهَا حَدَثًا، أَوْ آوَى مُحْدِثًا ، فَعَلَيْهِ لَعْنَةُ اللهِ وَالْمَلَائِكَةِ وَالنَّاسِ أَجْمَعِينَ، لَا يَقْبَلُ اللهُ مِنْهُ يَوْمَ الْقِيَامَةِ صَرْفًا، وَلَا عَدْلٌ

মদিনা হারাম [সম্মানিত] আইর হতে সওর পর্যন্ত। যে তাতে কোন বিদ'আত সৃষ্টি করবে অথবা বিদ'আত সৃষ্টিকারীকে আশ্রয় দিবে, তার উপর আল্লাহ ও ফেরেশতাগণ এবং মানুষ সকলেরই অভিসম্পাত। তার ফরয বা নফল কিছুই কবুল করা হবে না।” [মুত্তাফাক্ব আলাইহ, মিশকাত হা/২৭২৮; বঙ্গানুবাদ মিশকাত হা/২৬০৮]।
 

Nuruddin Mollick

New member

Threads
0
Comments
1
Reactions
0
Credits
127
খুবই প্রয়োজনীয় বই এটি, প্রত্যেক বাড়িতে থাকা উচিত।
 

Share this page