If you're in doubt ask الله.
Forum Staff
Moderator
Generous
ilm Seeker
Uploader
Exposer
HistoryLover
Q&A Master
Salafi User
- কোন বিপদাপদ থেকে বাঁচার জন্য সুতা বা রিং পরা।
- শির্ক মিশ্রিত মন্ত্র দ্বারা ঝাড়-ফুঁক করা।
- তাবিজ-কবচ ব্যবহার করা।
- শরীয়ত অসম্মত বস্তু বা ব্যক্তি কর্তৃক বরকত হাসিল করা।
- যাদুশিখা, শিখানো ও সেটিকে প্রয়োগ করা।
- ভাগ্য গণনা।
- জ্যোতিষ বিদ্যা তথা রাশি-নক্ষত্রের সাহায্যে ভূম-লে ঘটিতব্য ঘটনাঘটনসমূহের আগাম ভবিষ্যদ্বাণী করা।
- চন্দ্র বা অন্য কোন গ্রহের অবস্থানক্ষেত্রের পরিবর্তনের কারণে বৃষ্টি বাঅন্য কোন কিছু সংঘটিত হয় এমন মনে করা।
- আল্লাহর যে কোন নিয়ামতকে অস্বীকার করা।
- কোন বস্তু, ব্যক্তি বা প্রাণী দর্শনে কিংবা সেগুলোর বিশেষ কোন আচরণে অমঙ্গলের আশংকা রয়েছে এমন মনে করা।
- শরীয়ত অসম্মত কোন বস্তু বা ব্যক্তির ওয়াসীলা ধরা।
- বিনা ওযরে নামায পরিত্যাগ করা।
- আল্লাহ তা‘আলা এবং তুমি না চাইলে কাজটা হতো না এমন বলা।
- আল্লাহ তা‘আলা ছাড়া অন্য কোন ব্যক্তি বা বস্তুর নামে কসম খাওয়া।
যেমন: আমানত বা রাসূলের নামে কসম খাওয়া। - যুগ বা বাতাসকে গালি দেয়া।
- কোন ঘটনা ঘটে যাওয়ার পর ‘‘যদি এমন করতাম তা হলে এমন হতো না” বলা।
- কোন নেক আমল দুনিয়া কামানোর নিয়্যাতে করা।
- কোন নেক আমল আল্লাহ ভিন্ন অন্য কারো সন্তুষ্টির জন্য করা।
- কোন নেক আমল কাউকে দেখানো বা শুনানোর জন্য করা।
শাইখ মোস্তাফিজুর রহমান মাদানী