Member
সমাজের প্রচলিত শিরক সমূহ -PDF - ডাউনলোড করুন সমাজের প্রচলিত শিরক সমূহ বইয়ের পিডিএফ
মুসলিমের জীবন তখনই সুশোভিত ও আনন্দময় হবে, যখন তার আক্বীদা বা বিশ্বাস হবে স্বচ্ছ, নির্মল ও বিশুদ্ধ। যা প্রত্যেক মুসলিমের ঈমানী চেতনার মূল ভিত্তি। সেটা হল, আল্লাহ তা'আলা এক ও অদ্বিতীয়। তাঁর কোন শরীক নেই। ইসলামী পরিভাষায় একেই বলা হয় তাওহীদ। এই তাওহীদ ভিত্তিক জীবন- যাপনের মাধ্যমেই নিশ্চিত হতে পারে দুনিয়ায় সুখ-শান্তি ও সমৃদ্ধি। পরকালে জান্নাতের অনাবিল শান্তি ও জাহান্নাম থেকে মুক্তি। কিন্তু তাওহীদ পরিপন্থী শিরকের কারণে মুসলিমের সকল ইবাদত নষ্ট হয়ে যাচ্ছে। ঈমানকে করছে ত্রুটিযুক্ত। বঞ্চিত হচ্ছে শাফা'আত থেকে। অফুরন্ত নে'আমত ও সুখ- শান্তিময় জান্নাত থেকে বিতাড়িত হয়ে জাহান্নামের অধিবাসী হচ্ছে। অথচ শিরকমুক্ত আমলের নিশ্চিত ঠিকানা হল জান্নাত।
সমাজে প্রচলিত বিভিন্ন শিরকী আক্বীদা ও কুসংস্কার মুসলিমকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরেছে। সে শিরকী আক্বীদার হিংস্র শিকারে পরিণত হয়েছে। কেউ পীর-ফকীরদের নোংরা পরিবেশে বেড়ে উঠছে। কেউ মাযার পূজারীদের ভণ্ডামীর অন্তর্ভুক্ত হচ্ছে। কেউ তথাকথিত মাযহাবের গণ্ডিমুক্ত হতে না পেরে জীবনটাকে তাক্বলীদী ও অন্ধকারে নিমজ্জিত করছে। কেউ আল্লাহকে নিরাকার ও তিনি সর্বত্র বিরাজমান ভ্রান্ত আক্বীদায় বিশ্বাসী। কেউ রাতারাতি রাষ্ট্র ক্ষমতা অর্জনের শয়তানী তন্ত্রের হিংস্র খোরাকে পরিণত হচ্ছে। কেউ কবর, মাযার, খানকা, দরগা, গাছ, পাথর, পুকুর, কুমির, মাছ, কচ্ছপ, কবুতর, পীর-ফকীর, বুযুর্গানে দ্বীন প্রভৃতি মিথ্যা উপাস্যের পূজা করছে। কেউবা আবার খারেজী, শী'আ, মু'তাযেলা, ক্বাদারিয়া, মুরজিয়া, ছুফীবাদ, আহলে কুরআন, রাফেযী, কোয়ান্টাম মেথড, বাউল মতবাদের মত বিভিন্ন ভ্রান্ত ও শিরকী আক্বীদায় জীবন গড়ে তুলছে।
Read more about this resource...
মুসলিমের জীবন তখনই সুশোভিত ও আনন্দময় হবে, যখন তার আক্বীদা বা বিশ্বাস হবে স্বচ্ছ, নির্মল ও বিশুদ্ধ। যা প্রত্যেক মুসলিমের ঈমানী চেতনার মূল ভিত্তি। সেটা হল, আল্লাহ তা'আলা এক ও অদ্বিতীয়। তাঁর কোন শরীক নেই। ইসলামী পরিভাষায় একেই বলা হয় তাওহীদ। এই তাওহীদ ভিত্তিক জীবন- যাপনের মাধ্যমেই নিশ্চিত হতে পারে দুনিয়ায় সুখ-শান্তি ও সমৃদ্ধি। পরকালে জান্নাতের অনাবিল শান্তি ও জাহান্নাম থেকে মুক্তি। কিন্তু তাওহীদ পরিপন্থী শিরকের কারণে মুসলিমের সকল ইবাদত নষ্ট হয়ে যাচ্ছে। ঈমানকে করছে ত্রুটিযুক্ত। বঞ্চিত হচ্ছে শাফা'আত থেকে। অফুরন্ত নে'আমত ও সুখ- শান্তিময় জান্নাত থেকে বিতাড়িত হয়ে জাহান্নামের অধিবাসী হচ্ছে। অথচ শিরকমুক্ত আমলের নিশ্চিত ঠিকানা হল জান্নাত।
সমাজে প্রচলিত বিভিন্ন শিরকী আক্বীদা ও কুসংস্কার মুসলিমকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরেছে। সে শিরকী আক্বীদার হিংস্র শিকারে পরিণত হয়েছে। কেউ পীর-ফকীরদের নোংরা পরিবেশে বেড়ে উঠছে। কেউ মাযার পূজারীদের ভণ্ডামীর অন্তর্ভুক্ত হচ্ছে। কেউ তথাকথিত মাযহাবের গণ্ডিমুক্ত হতে না পেরে জীবনটাকে তাক্বলীদী ও অন্ধকারে নিমজ্জিত করছে। কেউ আল্লাহকে নিরাকার ও তিনি সর্বত্র বিরাজমান ভ্রান্ত আক্বীদায় বিশ্বাসী। কেউ রাতারাতি রাষ্ট্র ক্ষমতা অর্জনের শয়তানী তন্ত্রের হিংস্র খোরাকে পরিণত হচ্ছে। কেউ কবর, মাযার, খানকা, দরগা, গাছ, পাথর, পুকুর, কুমির, মাছ, কচ্ছপ, কবুতর, পীর-ফকীর, বুযুর্গানে দ্বীন প্রভৃতি মিথ্যা উপাস্যের পূজা করছে। কেউবা আবার খারেজী, শী'আ, মু'তাযেলা, ক্বাদারিয়া, মুরজিয়া, ছুফীবাদ, আহলে কুরআন, রাফেযী, কোয়ান্টাম মেথড, বাউল মতবাদের মত বিভিন্ন ভ্রান্ত ও শিরকী আক্বীদায় জীবন গড়ে তুলছে।
Read more about this resource...